পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-१२९ বাঙ্গালার ইতিহাস ইহার পরেই গৌড়েশ্বরের পত্র আসিয়াছিল কিন্তু মেনেজেসের অত্যাচারের সংবাদ শ্রবণ করিয়া মহমূদ শাহ পর্তুগীজ বন্দিগণকে মুক্তি প্রদান করেন নাই। এই ঘটনার পরে, শের খ7 গৌড়রাজ্য আক্রমণ করিয়াছিলেন এবং সেই যুদ্ধে পর্তুগীজ বন্দিগণের সাহায্যের পুরস্কারস্বরূপ মহমুদ শাহ তাহাদিগকে মুক্তিপ্রদান করিয়াছিলেন । শের খ৭ গৌড়নগর অবরোধ করিলে গিয়াস্-উদ্দীন মহমুদ শাহ পর্তুগীজ বন্দিগণের দ্বারা গোয়ার শাসনকৰ্ত্তার নিকট সাহায্য প্রার্থনা করিয়াছিলেন । ৯৪৪ হিজরায় • • (১৫৩৭ খৃষ্টাব্দে ) খণ-ই-খানান ইউসফখেলের অনুরোধে শের খণকে দমন করিবার জন্য এবং গৌড়েশ্বরের সাহায্যার্থ হুমায়ুন সসৈন্য বিহারাভিমুখে যাত্রা করিয়াছিলেন ’ । তিনি জোঁৰপুর হইতে অগ্রসর হইয়া মোঙ্গেল আমীরগণের অনুরোধে প্রথমে চুণার বা চরণাদ্রিদুর্গ অবরোধ করিয়াছিলেন ১২ । শের খ৭ চুণারদ্বর্গ রক্ষার জন্য গাজী খণ সুর ও বুলাকা থশকে ১৩ রাখিয়া স্বয়ং ঝাড়খণ্ডে পলায়ন করিয়াছিলেন এবং কৌশলে রোহতাস্ বা রোহিতাশ্ব দুর্গ অধিকার করিয়াছিলেন হুমায়ূন ছয় মাস কাল চুণারদুর্গ অবরোধ করিয়া অবশেষে উহা অধিকার করিয়াছিলেন । চুণারত্বর্গ পতনের সংবাদ পাইয়া শের খশ অত্যন্ত বিচলিত হইয়াছিলেন । এই সময়ে তাহার সেনাপতি খাওয়াস খ" গোঁড়নগরের পরিখায় জলমগ্ন হইয় প্রাণত্যাগ করিলে শের খশ তাহার কনিষ্ঠ ভ্রাতা মোসাহেব থাকে খাওয়াস খণ উপাধি দিয়া গৌড়ে প্রেরণ করিয়াছিলেন এ । দ্বিতীয় খাওয়াস খণর যত্বে ৯৪৪ হিজরার জিলকাদা মাসের ষষ্ঠদিবসে (৬ই এপ্রিল ১৫৩৮ খৃষ্টাব্দে ) গোঁড়নগর অধিকৃত হইয়াছিল ১২ । রিয়াজ-উস-সালাতীন অনুসারে গোঁড়নগরে খাদ্যাভাব হইলে আফগানগণ দুর্গ অধিকার করিতে পারিয়াছিল। মহমূদ শাহের পুত্ৰগণ শের খণর পুত্র জলাল ঐ কর্তৃক ধৃত (১০) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি জম্বুবাদ, পৃঃ ১০৯। (SS) Ellgt's History of India, vol. IV, p. 3s7; (**) Ibid. (oe) Ibid. Ibid, pp. 357-58. & o Ibid., p. 359: ibld, p. 360; बिब्रांच.-७ग-गांनाउँीन. रेरबाथि जङ्गबांग, चूँः ४०s-s० ॥