পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नवध श्रद्विग्छतःि। ९३e হইয়াছিলেন ও সুলতান গিয়াসূ-উদ্দীন মহমূদ শাহ দক্ষিণবঙ্গে পলায়ন করিয়াছিলেন। শের খশ তাহার পশ্চাদ্ধাবন করিলে মহমূদ শাহ যুদ্ধ করিতে বাধ্য হইয়াছিলেন এবং সেই যুদ্ধে পরাজিত ও আহত হইয়াছিলেন । চুপারদ্বর্গ অধিকার করিয়া হুমায়ূন গৌড়ের দিকে অগ্রসর হইলে শের খণ সন্ধির প্রস্তাব করিয়া বাদশাহের নিকট স্বত প্রেরণ করিয়াছিলেন। এই সময় সুলতান গিয়াসূ-উদ্দীন মহম্মদও দূতমুখে তাহাকে শের খণর বাক্যে আস্থা স্থাপন করিতে নিষেধ করিয়াছিলেন। মহমুদ শাহ বলিয়া পাঠাইয়াছিলেন যে, গৌড়নগর শের খণর অধিকারভুক্ত হইলেও গৌড়রাজ্যের অধিকাংশ উাহার অধিকারভুক্ত আছে এবং বাদশাহ গোঁড়রাজ্য আক্রমণ করিলে তিনি তাহাকে সাহায্য করিবেন ১৮ । হুমায়ুন মহমুদ শাহের অনুরোধানুসারে গোঁড়াভিমুখে যাত্রা করিলেন । খণ-ই-খানান ইউসফখেল তখন ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হইলেন এবং বাদশাহ স্বয়ং গৌড়ে যাত্রা করিলেন । হুমায়ুনের আগমন সংবাদ পাইয়া শের খ7 রোহতাসে পলায়ন করিলেন। শোণ ও গঙ্গার সঙ্গমস্থলে মুনেরে হুমায়ুনের সহিত গিয়াসূ-উদ্দীন মহমুদ শাহের সাক্ষাৎ হইয়াছিল, কিন্তু হুমায়ূন গৌড়েশ্বরের প্রতি যথোচিত সম্মান প্রদর্শন করেন নাই • । মহমূদ শাহ শের শাহের সহিত গোঁড়াভিমুখে যাত্রা করিয়াছিলেন ২• । মগুলার গিরিপথে জলাল খপ ও খাওয়াস খণ একমাস কাল হুমায়ুনের সেনার গতিরোধ করিয়াছিলেন ২১ । মণ্ডলা বা শিক্রিগলি অধিকৃত হইলে হুমায়ূন পুনরায় গোঁড়াভিমুখে যাত্রা করিয়াছিলেন। পথে ভাগলপুরের নিকট কহলগাও গ্রামে হতভাগ্য সুলতান গিয়াস্-উদ্দীন মহমূদ শাহ শুনিতে পাইয়াছিলেন যে, শের খণর পুত্র জলাল খণর আদেশে তাহার বন্দী পুত্রদ্বয় গৌড়ে নিহত হইয়াছেন । এই সংবাদ শ্ৰবণ করিয়া বাঙ্গালার শেষ স্বাধীন সুলতান গিয়াস-উদ্দীন মহমূদ শাহ শোকে ও দুঃখে ৯৪৫ হিজরায় (১৫৩৮ খৃষ্টাব্দে ) কহলগাওতে দেহত্যাগ (১৭) রিয়াজ-উস-সালাতীন, ইংরাজি অম্বুবাদ, পৃঃ ১৪০। (ow) Elliot's History of India, Vol. IV, pp. 362-63. (sa) Ibid, p. 364. (९०) बिबांच-प्लेग.-गांनाउँीन. रेरब्रांचि जङ्गबांन, श्रृं: ses । (R») Elliot’s History of Índia, Vol. IV, p. 367;