পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नदम ऋब्रिट्ष्इल ११¢ কর্তৃক অধিকৃত হইয়াছে এবং গিয়াস-উদ্দীন মহমূদ শাহ নিহত হইয়াছেন ৪৮ । মহমুদ শাহের মৃত্যুর পূরে হুমায়ুন বিনা বাধায় গৌড় নগর অধিকার করিয়া ছিলেন। গৌড়ে তাহার নামে খোংব পঠিত হইয়াছিল এবং মুদ্র মুদ্রিত হইয়াছিল।২৯ । তিনমাস গৌড়ে বাস করিয়া হুমায়ুন বর্ষারম্ভে গোঁড় পরিত্যাগ করিতে বাধ্য হইয়াছিলেন । র্তাহার গোঁড়াভিযানের বিবরণ ও শের র্থ কর্তৃক পরাজয় কাহিনী একাদশ পরিচ্ছেদে বিবৃত হইৰুে গিয়াসূ-উদ্দীন মহমৃদশাহের সুবর্ণ ও রজতযুদ্র আবিষ্কৃত হইয়াছে। কতকগুলি রজতমুদ্রা হোসেনাবাদ ও• (সপ্তগ্রাম) ও খলিফতাবাদ ও (দক্ষিণ জশোর ) হইতে মুদ্রিত হইয়াছিল। ৮ আলা-উদ্দীন হোসেন শাহ ও র্তাহার বংশধরগণের রাজ্যকাল মুসলমানযুগের ইতিহাসে গোঁড়বঙ্গের সর্বাপেক্ষ গৌরবময় যুগ। এই যুগে বাঙ্গালার মুসলমান রাজ্য সৰ্ব্বাপেক্ষ অধিক বিস্তৃতি লাভ করিয়াছিল। উত্তরে কামরূপ ও কামতাপুর, দক্ষিণ-পূৰ্ব্বে ত্রিপুরাও পশ্চিমে যুক্তপ্রদেশের পূৰ্ব্বসীমা পৰ্য্যন্ত গৌড় রাজ্যের সীমা বিস্তৃত হইয়াছিল। দিল্লীর সুলতান সিকন্দর লোদী ও মোঙ্গোল বংশীয় প্রথম সম্রাট বাবর বাঙ্গালার সুলতানের সহিত সন্ধিস্থাপন করিয়াছিলেন। খৃষ্টীয় ষোড়শ শতাব্দীর মধ্যভাগে শের ধার ন্যায় রাষ্ট্রনীতি ও রণনীতিকুশল নেতা লাভ করিয়া উত্তর-ভারতে দুৰ্দ্ধান্ত আফগানজাতি দুর্জেয় হইয়া উঠিয়াছিল এবং অনায়াসে গোঁড়ের প্রাচীন এবং দিল্লীর নবীনরাজ্য অধিকার করিয়াছিল। হুমায়ুনের আলফে উভয় রাজ্য ধ্বংস হইয়াছিল। হুমায়ুন যদি . আলস্য পরিত্যাগ করিয়াচুণারদ্বর্গ অধিকারের জন্য অযথাকালব্যয় না করিতেন অথবা বক্সরের যুদ্ধে শের খাঁর সহিত সন্ধিস্থাপনের চেষ্টা না করিতেন তাহ হইলে মোঙ্গোল-সাম্রাজ্য-প্রতিষ্ঠার ইতিহাস অন্যরূপে লিখিত হইত। হোসেন শাহের বংশের রাজ্যকালে গৌড়ীয় চৈতন্যদেব যে নবধৰ্ম্ম প্রচার করিয়াছিলেন সেই নব-প্রচারিত ধৰ্ম্ম উত্তরাপথে ও দক্ষিণাপথে গৌড়ীয় গোস্বামিগণকে । পূজনীয় করিয়াছিল। চৈতন্যদেবের জীবনের ও গৌড়ীয় সাহিত্যের সংক্ষিপ্ত বিবরণ পরবর্তী অধ্যায়ে লিপিবদ্ধ হইল । (*) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vof. XLII, 1873, pt. I, p. 299. (২৯) রিয়াজ-উস-সালাউীন, ইংরাজি জয়ৰাম, পৃঃ ১৪২ ৷ - .(90) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II: p* II, pp. 179-80, Nos, 224, 227, (e?) Ibid, p. 180, No. 225. S4-विजैौद्ध छjण