পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ ২৩৩ স্থান হইতে চৈতন্য নারায়ণগড়ে গিয়া ধলেশ্বর শিব দর্শন করিয়াছিলেন। নারায়ণগড় হইতে জলেশ্বরে গিয়া চৈতন্য, বিশ্বেশ্বর শিব দর্শন করিয়াছিলেন । চৈতন্যমঙ্গলানুসারে তিনি দাতন ও জলেশ্বর হইয়া আমরদাতে উপস্থিত হইয়াছিলেন ; এবং বাশদ ও রামচন্দ্রপুর হইয়া রেয়ুশাতে গোপীনাথ ও সরোনগরে সিদ্ধেশ্বর দর্শন করিয়াছিলেন । এই স্থান হইতে শ্রীচৈতন্য বাঙ্গালপুর দিয়া অসুরগড় দক্ষিণে রাখিয়া ভদ্রকে উপস্থিত হইয়াছিলেন। ভদ্রক হইতে তুঙ্গদা হইয়া তিনি জাজপুরে উপস্থিত হইয়াছিলেন। জাজপুরে বিরজা, নাভিগয়া প্রভৃতি দর্শন করিয়া চৈতন্য একাত্মবন বা ভুবনেশ্বরে গমন করিয়াছিলেন। পথে পুরুষোত্তমপুর, পাটনা, আমরাল পার হইয়া কটকে রাজরাজেশ্বর দর্শন করিয়া চৈতন্য ভূবনেশ্বরে গমন করিয়াছিলেন ৩২ ৷ কড়চা অনুসারে জলেশ্বর ত্যাগ করিবার পরে সুবর্ণরেখাতীরে শ্রীচৈতন্যের সহিত সপ্তগ্রাম-নিবাসী রঘুনাথদাসের সাক্ষাৎ হইয়াছিল । হরিহরপুর, বালেশ্বর ও নীলগড় হইয়া বৈতরণী ও মহানদী পার হইয়া চৈতন্য ভূবনেশ্বরে লিঙ্গরাজের মন্দির দর্শন করিয়াছিলেন ৩৩ । ঈশান, প্রতাপ, গঙ্গাদাস, গদাধর ও বাণেশ্বর প্রভৃতি ভক্তগণ গ্রীচৈতথ্যের সহিত উৎকল যাত্রা করিয়াছিলেন ও• । চৈতন্যমঙ্গলানুসারে ভূবনেশ্বর হইতে কপিলেশ্বর, কাঠতিপাড়া, কমলপুর ও আঠারনালার সেতুপার হইয়াচৈতন্য পুরুষোত্তমে উপস্থিত হইয়াছিলেন । পুরুষোত্তমে ধ্যানপুরী, কৃষ্ণদাস, হরিদাস, খামদাস, প্রেমদাস, মোহাম্ভ ব্রাহ্মণ গোপীদাস রঘুনাথদাস, নরহরি,দামোদর, গদাধর, কাশীমিশ্র, শঙ্করভারতী,পরমানন্দপুরী, দামোদর স্বামী, প্রত্যুম্ন ব্রহ্মচারী, চিদানন্দগিরি, প্রেমানন্দ সরস্বতী ও সাৰ্ব্বভৌম ভট্টাচাৰ্য্য প্রভৃতি ব্যক্তিগণ শ্ৰীকৃষ্ণচৈতন্যের নিত্য সঙ্গী ছিলেন ৩৬ । স্ত্রীচৈতন্য যখন উৎকলযাত্রা করিয়াছিলেন, তখন বাঙ্গালার সুলতান আলা-উদ্দীন হোসেন শাহের সহিত যুদ্ধ হইতেছিল, এইজন্য শাস্তিপুরে ভক্তগণ র্তাহাকে নীলাচলযাত্রা করিতে নিষেধ করিয়াছিলেন (৩১) গোবিলদাসের কড়চা, পৃঃ ৩৪-৪১। (es) विशोर् बॆशबिजौ, १, शूः se-•१ ।। (es) গোবিলদাসের কড়চা, পৃ. ৪২-৪৩ ৷ (थ्s) जे, श्रृंः २१ । " (०४) नब्रिवद् अशक्नी, १, श्रृं: s१-s०० t (es) cभक्निकांrनत्र कक्छ, १: se-s१ ।।