পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৪ বাঙ্গালার ইতিহাস তথাপিহ হইয়াছে দুর্ঘট সময়। সে রাজ্য এখনে কেহা পথে নাহি বয় । দুই রাজার হইয়াছে অত্যন্ত বিবাদ । মহাযুদ্ধ স্থানে স্থানে পরম প্রমাদ ॥ যাবত উৎপাত কিছু উপশম হয় । তাবৎ বিশ্রাম কর যদি চিত্তে লয় ৩৭ ৷৷ বৃন্দাবনদাস-বিরচিত চৈতন্যভাগবতে, শ্রীচৈতন্যের উৎকলযাত্রার পথের ভিন্ন বিবরণ লিপিবদ্ধ আছে ; কড়চা, জয়ানন্দের চৈতন্যমঙ্গল ও বৃন্দাবনদাসের চৈতন্যভাগবতে প্রদত্ত, চৈতন্যের উৎকলযাত্রার পথের বিবরণ একরূপ নহে । বৃন্দাবনদাস-বিরচিত চৈতন্যভাগবত অনুসারে, নিত্যানন্দ, গদাধর, মুকুন্দ, গোবিন্দ, জগদানন্দ ও ব্রহ্মানন্দ চৈতন্যের সহিত উৎকলযাত্রা করিয়াছিলেন । চৈতন্য আটসারা গ্রামে অনন্ত নামক সাধুর অতিথি হইয়াছিলেন এবং তথা হইতে গঙ্গাতীরে ছত্রভোগে অস্কৃলিঙ্গ ঘাটে গমন করিয়াছিলেন। ছত্রভোগের গ্রামপতি রামচন্দ্র র্থ চৈতন্যকে নীলাচলযাত্রা করিতে নিষেধ করিয়াছিলেন— হইয়াছে বিষম সময় । সে দেশে এ দেশে কেহো পথ নাহি বয় ॥ রাজারা ত্রিশূল পুতিয়াছে স্থানে স্থানে । পথিক পাইলে ‘জাশু বলি লয় প্রাণে ॥ কোন দিগদিয়া বা পাঠাও লুকাইয়া। তাহাতে ডরাও প্রভু ! শুন মন দিয়া ॥ মুঞি সে নস্কর, এথাকার মোর ভার। নাগালি পাইলে, আগে সংশয় আমার ॥ তথাপিহ যেতে কেনে প্ৰভু মোর নয় । । যে তোমার আজ্ঞা তাহা করিমু নিশ্চয় ॥ যদি মোরে 'ভূত' হেন জ্ঞান থাকে মনে । তবে এথা ভিক্ষা কর’ সৰ্ব্বগণে ॥ জাতি প্রাণ ধন কেনে মোহোর না যায় । আজি রাত্র্যে তোমা পাঠাইয়ু সৰ্ব্বথায় ॥ (s१) tछछनTछांशब७, वखार्थ७, विठौइ यशांब्र, श्रृं: ७४४ ।।