পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৮ বাঙ্গালার ইতিহাস ভেদ করিয়া ত্ৰিবন্ধুর দেশে গমন করিয়াছিলেন ৬ষ্ঠ । সেই দেশের রাজার নাম রুদ্রপতি • । ত্ৰিবন্ধুর হইতে রামগিরি দর্শন করিয়া চৈতন্য পয়োঞ্চি নগরে ( বর্তমান নাম পাননি ) গমন করিয়াছিলেন । এইস্থানে শিবনারায়ণ দর্শন করিয়া ও শৃঙ্গেরীর মঠে বিচার করিয়া চৈতন্য মৎস্যতীর্থে গমন করিয়াছিলেন ২৮ । মৎস্যতীর্থ হইতে কাচাড়ে ভগবতী দর্শন করিয়া চৈতন্য ভদ্রানদীতে স্নান করিয়াছিলেন এবং তথা হইতে নাগপঞ্চপদীতে গমন করিয়া ত্রিরাত্রি অবস্থান করিয়াছিলেন ১৯ । নাগপঞ্চপদী হইতে তিনি পৰ্ব্বত পার হইয়া চিতোলে (বর্তমান চিতল দুর্গ ) গমন করিয়াছিলেন চিতোল হইতে তুঙ্গভদ্রায় স্নান করিয়া এবং কাবেরীর জন্মস্থান কোটিগিরি দর্শন করিয়া তিনি চণ্ডপুর নগরে উপস্থিত হইয়াছিলেন ; এইস্থানে তাহার সহিত ঈশ্বর ভারতীর সাক্ষাৎ হইয়াছিল চণ্ডপুর হইতে ছুই দিন দুই রাত্রি ধরিয়া পৰ্ব্বত পার হইয়া, নীলগিরি পার হইয়া চৈতন্য গুর্জরীনগরে উপস্থিত হইয়াছিলেন শ্ৰীযুক্ত দীনেশচন্দ্র সেনের মতানুসারে গুর্জরীনগর বর্তমান হয়দরাবাদের নিকটে অবস্থিত । গুর্জর হইতে বিজাপুর পর্বত পার হইয়া চৈতন্য পূর্ণনগরে বা পুণায় উপস্থিত হইয়াছিলেন পুণা হইতে পাৰ্ব্বত্যপথে শ্রীচৈতন্য ভোলেশ্বরে গমন করিয়াছিলেন এবং তথা হইতে জিজুরীনগরে গমন করিয়াছিলেন । এইস্থানে খাণ্ডবদেবের মন্দিরে দেবদাসী মুরারিগণকে উদ্ধার করিয়া চৈতন্য চোরানন্দীবনে গমন করিয়াছিলেন তথায় নারোজী নামক একজন দসু্য সদলে দীক্ষিত হইয়াছিল : । এই বন হইতে খ্ৰীচৈতন্য খগুলাভিমুখে যাত্রা করিয়াছিলেন এবং মূলানী পার হইয়া নাসিক নগরে উপস্থিত হইয়াছিলেন ৮। নাসিক p: sov i ,3 (هون) 1 عدده ولا : ,ف (طين) - من لاد : ,ف (هن) I طالا-oxد :tه ,في ( هن) (**) & ; History of the Bengali Language and Literature, p. 435. (৭১) গোবিলদাসের কড়চা, পৃঃ ১১৬-১৭ । (૧૨) ঐ, পৃ: ১২২-২৭ । (*) History of the Bengali Language and Literature. p. 435. (৭৪) গোবিলদাসের কড়চা, পৃঃ ১৩২-৩৩ । " (**) ۰و- اهد : . ف t )۹( . : دs ۰ - اه {«s) و-٥٥د :په ,فيv I (۹wفي ز, H: د٤-د8ډ |