পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ ఇtు হইতে পঞ্চবটী দেখিয়া সুরঠরাজ্যে অষ্টভূজ মূর্তি দর্শন করিয়াছিলেন ৭৯ ৷ তথা হইতে তাপতী নদীতে স্নান করিয়া ও বামনের মূৰ্ত্তি দর্শন করিয়া নৰ্ম্মদাতীরে ভরোচ নগরে গমন করিয়াছিলেন নৰ্ম্মদীয় স্নান করিয়া চৈতন্যদেব বরোদ নগরে গমন করিয়াছিলেন, এইস্থানে তিনদিন পরে নারোজীর মৃত্যু হইয়াছিল ৮’ । বরোদ হইতে মহানদী পার হইয়া তিনি আহমদাবাদ নগরে গমন করিয়াছিলেন এবং শুভ্ৰামতী নদীতীরে (বর্তমান নাম শবরমতী তাহার সহিত গোবিন্দচরণ ও রামানন্দ নামক দুইজন বাঙ্গালীর সাক্ষাৎ হইয়াছিল ৮ং । এই স্থান হইতে ঘোঘাগ্রামে গমন করিয়া চৈতন্যদেব বারমুখী নামী এক বেশ্বাকে উদ্ধার করিয়াছিলেন । ঘোঘা হইতে নয়দিন চলিয়া তাহারা সোমনাথপট্টনে উপস্থিত হইয়াছিলেন এবং জুনাগড়, গির্ণার পৰ্ব্বত, ভদ্ৰনদী প্রভৃতি পার হইয়া প্রভাসতীর্থে উপস্থিত হইয়াছিলেন ৮° । আশ্বিন মাসের প্রথম দিবসে র্তাহারণ দ্বারকায় উপস্থিত হইয়াছিলেন এবং এক পক্ষকাল বাস করিয়া পুরুষোত্তমাভিমুখে যাত্রা করিয়াছিলেন ৮৫ ৷ র্তাহারা আণশ্বিনের শেষ দিনে বরোদায় আসিয়াছিলেন এবং ষোড় দিবস পরে নৰ্ম্মদাতীরে উপস্থিত হইয়াছিলেন ৮৬ । এই স্থান হইতে দোহদ, কুক্ষি, আমঝোরা, মন্দ্বর, মণ্ডল, দেবঘর, শিবানী, চণ্ডীপুর ও রায়পুর হইয়া শ্ৰীচৈতন্য বিদ্যানগরে উপস্থিত হইয়াছিলেন এবং রত্নপুর, স্বর্ণগড়, সম্বলপুর, ভ্রমর, দাসপাল ও আল্লালনাথ হইয়া মাঘমাসের তৃতীয় দিবসে ( ১৫১১ । খৃষ্টাব্দে ) শ্রীচৈতন্যদেব পুরীতে আসিয়া পৌঁছিয়াছিলেন ৮ । দীক্ষার পরে, শ্রীচৈতন্য বৃন্দাবন যাইতে গৌড়ে উপস্থিত হইয়াছিলেন এবং কুলিয়া গ্রাম হইতে গৌড়ের নিকটে অবস্থিত রামকেলি নগরে উপস্থিত হইয়াছিলেন । এই সময়ে আলা-উদ্দীন হোসেন শাহ গৌড়ের অধিপতি ছিলেন । তিনি চৈতন্যের গৌড়ে আগমনের কথা শুনিয়া কেশব খাকে র্তাহার কথা জিজ্ঞাসা করিয়াছিলেন। হোসেন শাহ কেশব থাকে বলিয়াছিলেন_নেমT_ঐ, পৃঃ ১৫৩-৫৪। )vo( 3,יt: 344-4ו י (৮১) গোবিলদাসের কড়চা, পৃঃ ১৫৮-৫৯ (৮২) ঐ, পৃঃ ১৬০-৬৪ । ا ونيم۹د :په في (पॆ, शृः १७*-s१० ।। )v8 (هم) (να) نa, وg: لاvمد-د I )او «لا , في (اسم (wፃ) هدهيوداد : .ها