পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ ১৭ উড়িষ্যার গঙ্গবংশীয় রাজগণ ঃ– ৩য় রাজরাজদেব 绘参酸 哆 ● 参 ఆ • • ఏపిసిy=ఫిన$$ ৩য় অনঙ্গভীমদেব 晚 始象 曾命 始 • • • ১২১১-১২৩৮ নেপালের রাজগণ ৪— আরিমল্লদেব 伊姆治 眼旁 拳 • • • ১২০৬—১২১৬ রণসুর 喙 & 剑 ● 峪 命 • • • ১২২১ অভয়মল্ল ●●● 金*哆 ••• ১২২৩—১২৫২ চন্দেল্লবংশীয় রাজগণ ঃ– ত্ৰৈলোক্যবৰ্ম্ম৷ & & s ১২১২-১২৪১ ইখতিয়াবৃ-উদ্দীন মহম্মদ বখতিয়ার, গৰ্ম্মসীর দেশবাসী খলজ জাতীয় আফগান । তিনি জন্মভূমি ত্যাগ করিয়া জীবিকা অর্জনের চেষ্টায় গজনীতে সুলতান মুঈজুদ্দীন মহম্মদ বিনু সামের নিকটে আসিয়াছিলেন। গজনীর দেওয়ান-ই-আরজ (Muster-master) তাহার দেহের খৰ্ব্বতার জন্য র্তাহাকে সৈন্যশ্রেণীভুক্ত করেন নাই। গজনীতে বখতিয়ার কোনও সামান্য পদ পাইয়াছিলেন, কিন্তু তিনি তাহা পরিত্যাগ করিয়া দিল্লীতে আসিলেন । দিল্লীর দেওয়ান-ই-আরজু, তাহার খৰ্ব্বতার জন্য র্তাহাকে সৈন্যশ্রেণীভুক্ত না করায় তিনি দিল্লী পরিত্যাগ করিয়া বদলওনে গমন করিলেন । বদাওনের সিপাহসালার হজবেরুদ্দীন হসন-ই-আদাব বখতিয়ারকে র্তাহার অধীনে কার্য্যে নিযুক্ত করিলেন। বখতিয়ারের পিতৃব্য মহম্মদ-ই-মহমুদ তিরেীরীর বা তরাইনের যুদ্ধের পরে আলী নাগাওরীর সেনাদলে প্রবিষ্ট হইয়াছিলেন । আলী নাগাওরী নাগাওরীর শাসনকর্তা নিযুক্ত হইলে মহম্মদ-ই-মহমুদ কষমণ্ডী বা কষ্টমণ্ডীর অধিকার প্রাপ্ত হইয়াছিলেন এবং তাহার মৃত্যুর পরে বখতিয়ার সেই অধিকার প্রাপ্ত হইয়াছিলেন । কিয়ৎকাল পরে, তিনি আউধে মালিক হস্যমূ-উদ্দীন আগুল্‌বকের নিকট গমন করিয়াছিলেন, এই সময়ে তিনি একটি অশ্ব ও উপযুক্ত অস্ত্র সংগ্ৰহ করিয়াছিলেন বলিয়া ইসামূ-উদ্দীন তাহাকে ভগবৎ ও ভোইলির অধিকার প্রদান করিয়াছিলেন হস্যমূ-উদ্দীন বখতিয়ারকে যে গ্রামস্বয় দান করিয়াছিলেন, তাহার নাম সম্বন্ধে ভিন্ন ভিন্ন ইতিহাসে ভিন্ন ভিন্ন বিবরণ (১) তবকৎ-ই-নাসিরী, ইংরাজী অনুবাদ, পৃঃ ৫৫০। ২—দ্বিতীয় ভাগ