পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$80 বাঙ্গালার ইতিহাস “সৰ্ব্বলোক লই সুখে করুন কীৰ্ত্তন। কি বিরলে থাকুন, যে লয় তার মন ॥ • কাজী বা কোটাল বা র্তাহাকে কোনো জনে । কিছু বলিলেই তার লইমু জীবনে ॥"৮৮ কথিত আছে যে, শ্রীচৈতন্য যখন নবদ্বীপে নগর-সঙ্কীর্তন আরম্ভ করেন, তখন ভট্টাচাৰ্য্যগণ নবদ্বীপের কাজীকে সংকীৰ্ত্তন-যাত্রা নিষেধ করিতে অনুরোধ করিয়াছিলেন। সেই দিন সন্ধ্যাকালে কাজী নগর-সঙ্কীর্তন দেখিয়া মুগ্ধ হইয়াছিলেন ৮° কৃষ্ণদাস-রচিত চৈতন্যচরিতামৃতানুসারে, নবদ্বীপের মুসলমানগণ ক্রুদ্ধ হইয়া কাজীকে সঙ্কীৰ্ত্তন-যাত্রা রহিত করিতে অনুরোধ করিয়াছিলেন ৯ • । - জয়ানন্দ-রচিত চৈতন্যমঙ্গলানুসারে গৌড়েশ্বর হোসেন শাহ এক সময় শুনিয়াছিলেন যে, প্রবাদানুসারে নবদ্বীপের ব্রাহ্মণগণ মুসলমান রাজ্য ধ্বংস করিয়া হিন্দুরাজ্য প্রতিষ্ঠা করিবে এবং গৌড় নগর অধিকার করিবে— গৌড়েশ্বর বিদ্যমানে দিল মিথ্যা বাদ । নবদ্বীপ-বিপ্র তোমার করিব প্রমাদ ॥ গৌড়ে ব্রাহ্মণ রাজা হব হেন আছে। নিশ্চিন্তে না থাকহ প্রমাদ হব পাছে ॥ নবদ্বীপে ব্রাহ্মণ আবশ্ব হব রাজা । গন্ধৰ্ব্বে লিখন আছে ধনুৰ্ময় প্রজা ॥ বাদশাহের আদেশে পিরুল্যাগ্রামবাসী মুসলমানগণ নবদ্বীপবাসী ব্রাহ্মণগণের উপরে ভীষণ অত্যাচার আরম্ভ করিয়াছিলেন নবদ্বীপে শঙ্খধ্বনি শুনে জণর ঘরে । ধনপ্রাণ লয় তার জাতি নাশ করে ॥ কপালে তিলক দেখে যজ্ঞসূত্র কান্ধে । ঘর দ্বার লোটে তার লৌহপাশে বান্ধে । co বৃন্দাবনাসের চৈতন্যভাগবত, অস্ত্যখণ্ড, চতুর্থ অধ্যায়, পৃঃ ৫২৩-২৫ । } } History of the Bengali Language and Literature, p. 431; . চৈতন্যচরিতামৃত, আদিলীলা, সপ্তম পরিচ্ছেদ, পৃঃ ৭a।