পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀՑՀ বাঙ্গালার ইতিহাস চৈতন্যদেবের পারিষদবর্গের মধ্যে গৃহী অদ্বৈতাচাৰ্য্য ও সন্ন্যাসী নিত্যানন্দ সৰ্ব্বপ্রধান । ১৪৭৩ খৃষ্টাব্দে বীরভূম জেলার অন্তঃর্গত একচক্র গ্রামে নিত্যানন্দের জন্ম হইয়াছিল। র্তাহার পিতার নাম হাড়াই ওঝা ও পিতামহের নাম সুন্দরমল্প। তিনি বৰ্দ্ধমান জেলার অন্তঃগত অম্বিকানগরের নিকটবর্তী শালিগ্রাম-নিবাসী সূৰ্য্যদাস সবৃখেলের দুই কন্যাকে বিবাহ করিয়াছিলেন•• । অদ্বৈতাচার্য্যের প্রকৃত নাম কমলাকর চক্রবর্তী। ১৪৩৪ খৃষ্টাব্দে তাহার জন্ম হইয়াছিল এবং তিনি ১৫৫৭ খৃষ্টাব্দ পর্য্যন্ত জীবিত ছিলেন । র্তাহার পত্নীর নাম সীতাদেবী । তাহার পিতার নাম কুবের পণ্ডিত এবং তাহার পিতামহ নরসিংহ নাড়িয়াল, রাজা গণেশের প্রধান মন্ত্রী ছিলেন • • • । অদ্বৈতের অনেকগুলি জীবনী রচিত হইয়াছিল— ১ । লাউড়-নিবাসী কৃষ্ণদাস-বিরচিত বাল্যলীলাসূত্র ; কৃষ্ণদাস অদ্বৈতের সমসাময়িক ব্যক্তি ছিলেন । ২। স্বামদাস-বিরচিত অদ্বৈতমঙ্গল, ইহা অদ্বৈতাচার্য্যের মৃত্যুর শতবর্ষ পরে রচিত হইয়াছিল । ৩ । ঈশ্বাননাগর বিরচিত অদ্বৈতপ্রকাশ, ১৫৬১ খৃষ্টাব্দে এই গ্রন্থ সমাপ্ত হইয়াছিল । ৪ । হরিচরণদাস-রচিত অদ্বৈতমঙ্গল, ইহা অদ্বৈতাচার্য্যের মৃত্যুর অব্যবহিত পরে লিখিত হইয়াছিল । ৫ । নরহরিদাস-বিরচিত অদ্বৈতবিলাস, ইহা খৃষ্টীয় সপ্তদশ শতাব্দীর শেষভাগে রচিত হইয়াছিল ১ । সপ্তগ্রামের রাজা গোবৰ্দ্ধনদাসের পুত্র রঘুনাথদাস, ১৪৯৮ খৃষ্টাব্দে জন্মগ্রহণ করিয়াছিলেন। গোবৰ্দ্ধনদাসের বার্ষিক আয় বিংশতিলক্ষ মুদ্রা তন্মধ্যে দ্বাদশলক্ষ যুদ্রা মুসলমান রাজাকে রাজস্ব দিতে হইত। সপ্তগ্রামে রঘুনাথদাসের সহিত হরিদাস ঠাকুরের সাক্ষাৎ হইয়াছিল এবং সেই সময় হইতে র্তাহার চিত্তবিকার হইয়াছিল। তিনি শান্তিপুরে দুইবার চৈতন্যদেবের সাক্ষাৎ পাইয়াছিলেন এবং তাহার আদেশে গৃহে প্রত্যাবর্তন করিয়াছিলেন। (es) History of the Bengali Language and Literature, p. 495. (seo) Ibid, pp. 495-96, (?) Ibid, pp. 496-97,