পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९88 বাঙ্গণলার ইতিহাস রঘুনন্দন, চৈতন্যদেবের অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন। ১৫৪০ খৃস্টাব্দে নরহরির তিরোভাব হইয়াছিল ৯ । কুলীনগ্রামবাসী শিবানন্দ সেন, চৈতন্যদেবের সময়ে যে সমস্ত যাত্রী জগন্নাথ দর্শনে যাইতেন, তাহাদিগের ব্যয় নির্বাহ করিয়া সঙ্গে লইয়া যাইতেন শ্ৰীহট্রনিবাসী মুরারি গুপ্ত চৈতন্যদেবের সহপাঠ, ইনি গঙ্গাদাস পণ্ডিতের চতুষ্পাঠীতে অধ্যয়ন করিয়াছিলেন । ১৪৩৫ শকাব্দে (১৫১৩ খৃষ্টাব্দে ) মুরারি গুপ্ত চৈতন্যদেবের যে জীবনী রচনা করিয়াছিলেন, তাহা এখন মুরারি গুপ্তের কড়চা নামে প্রসিদ্ধ বৰ্দ্ধমান জেলার শালীগ্রাম নিবাসী গৌরীদাস পণ্ডিত কালনার নিকটে অম্বিকানগরে থাকিয়া সাধন-ভজন করিতেন। চৈতন্যদেব ইহাকে একখানি বৈঠা ও একখানি গীত দিয়াছিলেন । গৌরীদাস পণ্ডিত সৰ্ব্বপ্রথমে শ্রীচৈতন্য ও নিত্যানন্দের মূৰ্ত্তি নিৰ্ম্মাণ করিয়াছিলেন ১২। জশোর জেলায় তালখড়িগ্রামে লোকনাথ গোস্বামীর জন্ম হইয়াছিল । লোকনাথ, চৈতন্যদেবের সংসার ত্যাগের কিঞ্চিৎ পূৰ্ব্বে সংসার ত্যাগ করিয়াছিলেন এবং ভারতবর্ষের নানাস্থানে ভ্রমণ করিয়া ১ ও ১৪৩২ শকাব্দে (১৫১০ খৃষ্টাব্দে ) বৃন্দাবনে গিয়া বাস করিয়াছিলেন। চিরকুমার গদাধরমিশ্র, ১৪৮৬ খৃষ্টাব্দে চট্টগ্রামে জন্মগ্রহণ করিয়াছিলেন । গদাধর শ্রীচৈতন্যের অন্তরঙ্গ সঙ্গী ছিলেন এবং চৈতন্য ইহাকে স্বহস্তলিখিত একখানি শ্ৰীমদ্ভাগবত উপহার দিয়াছিলেন । খ্ৰীকৃষ্ণচৈতন্যের তিরোভাবের একবৎসর মধ্যে পণ্ডিত গোসাই উপাধিধারী গদাধরমিশ্রের দেহান্তর হইয়াছিল । গদাধর বারেন্দ্রশ্রেণীর কাশ্যপগোত্রীয় ব্রাহ্মণ ছিলেন - । ১৪৮১ খৃষ্টাব্দে সুবর্ণবণিকজাতীয় উদ্ধারণ দত্তের জন্মহইয়াছিল। উদ্ধারণ দত্ত, দশ সহস্র মুদ্রা ব্যয় করিয়া নিত্যানন্দের বিবাহ দিয়াছিলেন। ইনি ৪৮ বৎসর বয়সে গৃহত্যাগ করিয়াছিলেন এবং ছয় বৎসর পুরুষোত্তমে ও ছয় বৎসর বৃন্দাবনে বাস করিয়া ১৫৪১ খৃষ্টাব্দে দেহত্যাগ (৯) গৌড়ের ইতিহাস, ২য় খণ্ড, পৃ: ১৪১ ৷ (»0) હૈ । (১১) ঐ, পৃঃ ১৪২ ৷ (১২) গোঁড়ের ইতিহাস, ২য় খণ্ড, পৃঃ ১৪২ ৷ ঐ, পৃঃ ১৪৩ ৷ إهلا) {se) . ά. : ε",ες