পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ ९84 করিয়াছিলেন কাটোয়ার নিকটে ইহার নামানুসারে, পরবর্তিকালে উদ্ধারণপুর নামক একটি গ্রাম স্থাপিত হইয়াছিল। এই গ্রামে গঙ্গাতীরে একটি প্রশস্ত প্রাচীন ঘাট আছে এবং সপ্তগ্রামে উদ্ধারণ দত্তের গৃহের ধ্বংসাবশেষ মধ্যে একটি প্রাচীন মাধবীলতার কুঞ্জ ও দুই একটি পুরাতন পুষ্করিণী আছে-২। শ্রীচৈতন্য ও তাহার পরিষদবর্গের জীবনী সম্বন্ধে চৈতন্মুক্তবর তিরোভাবের শতবর্ষ মধ্যে শত শত সংস্কৃত ও বাঙ্গলা গ্রন্থ রচিত হইয়াছিল, তন্মধ্যে সমসাময়িক গ্রন্থগুলির সংক্ষিপ্ত বিবরণ নিয়ে লিপিবদ্ধ হইল— ১ । গোবিন্দদাসের কড়চা--বৰ্দ্ধমান জেলার কাঞ্চননগর গ্রামনিবাসী কৰ্ম্মকার জাতীয় গোবিন্দদাস, ১৫০৮ খৃষ্টাব্দে পত্নী শশিমুখীর সহিত কলহ করিয়া গৃহত্যাগ করিয়াছিলেন । নবদ্বীপে র্তাহার সহিত চৈতন্যদেবের সাক্ষাৎ হইয়াছিল এবং তদবধি তিনি র্তাহার সঙ্গী হইয়া ছিলেন। গোবিন্দ, দক্ষিণাপথে তীর্থযাত্রাকালে চৈতন্থের সহচর ছিলেন এবং গোপনে তীর্থযাত্রার বিবরণ লিপিবদ্ধ করিয়া রাখিতেন ১৭ । ২ । বৃন্দাবনদাস-বিরচিত চৈতন্যভাগবত-বৃন্দাবনদাস, চৈতন্যদেবের সহচর শ্রীবাসের ভ্রাতা শ্রীনিবাসের পৌত্র । তিনি ১৫০৭ খৃষ্টাব্দে জন্মগ্রহণ করিয়াছিলেন । বৃন্দাবনদাসের গ্রন্থে চৈতন্যদেবের জীবনীর বহু উপাদান সংগৃহীত আছে ১৮ । ৩ । জয়ানন্দ-রচিত চৈতন্যমঙ্গল—জয়ানন্দ ১৫১৩ খৃষ্টাব্দে জন্মগ্রহণ করিয়াছিলেন, তাহার পিতার নাম সুবুদ্ধিমিশ্র এবং তিনি স্মার্ত রঘুনন্দনের বংজাত । চৈতন্যদেব বাল্যকালে তাহার জয়ানন্দ নাম দিয়াছিলেন । জয়ানন্দ রচিত চৈতন্যমঙ্গল, গোবিন্দদাসের কড়চার ন্যায় ইতিহাস রচনার উপাদানের অমূল্য আকর। তিনি চৈতন্য ও র্তাহার পারিষদবর্গের পরিচয় সম্বন্ধে যে সমস্ত কথা লিপিবদ্ধ করিয়া গিয়াছেন, তাহ অন্ম কোনও বৈষ্ণবগ্রন্থে পাওয়া যায় ১৯ । (>4) ঐ, পৃঃ ১৪৪ ৷ (১৬) বঙ্গীয় সাহিতা পরিষদ-পত্রিক, পঞ্চদশ ভাগ, পৃঃ ২১, চিত্র ২ । (S4) History of the Bengali Language and Literature, pp. 446-64. (*) Ibid, pp. 464-71. (ss) Ibid, pp. 471-77.