পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Տծծ বাঙ্গালার ইতিহাস ভোইবংশ– গোবিন্দদেব ఏ&83-8షి শকপ্রিতাপদেব 影鱼多 • • 88$ * * * به =&? স্বীয় অদ্ভুত প্রতিভাবলে যিনি পতনোন্মুখ আফগানশক্তি নিমেষের জন্য আর্য্যাবর্তে অমানুষিক ৰলে বলীয়ান করিয়াছিলেন, যাহার অপরিসীম বাহুবলে চাগতাই মোঙ্গোলের নবজিত ভারত-সাম্রাজ্য মুহূৰ্ত্তমধ্যে অভহিত হইয়াছিল, তিনি মগধের জনৈক সামান্য ভূম্যধিকারীর পুত্র। ফরীদ ধী কোনও সুপ্রসিদ্ধ রাজবংশে জন্মগ্রহণ করেন নাই, সুররাজবংশের প্রশস্তিবাচকগণ, পরবর্তিযুগে রচিত ঐতিহাসিক গ্রন্থে লিপিবদ্ধ করিয়া গিয়াছেন যে, সুদূর অতীতে গোরউপত্যকার অধিপতিগণের জনৈক বংশধর রোহ’ বা রদ উপত্যকার অধিপতির কন্যাকে বিবাহ করিয়াছিলেন, তাহাদিগের এই বিবাহে উৎপন্ন প্রজা সুর নামে খ্যাত। এই কাহিনী কতদূর বিশ্বাসযোগ্য তাহ নির্ণয় করিবার উপায় অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। আব্বাস খী সরূওয়ানী ও ফেরেশতা এই কাহিনী লিপিবদ্ধ করিয়া গিয়াছেন, কিন্তু আবুল ফজল আকবর-নামায় ইহার উল্লেখ করেন নাই । তারিখ-ই-শেরশাহী অনুসারে, বহলোল লোদী খৃষ্টীয় পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগে উত্তরাপথে যখন নুতন রাজ্য প্রতিষ্ঠা করিতেছিলেন, তখন ফরীদ খাঁর পিতামহ আফগানিস্থানে সোলেমান পৰ্ব্বতে অবস্থিত শর্গরী বা রোহর হইতে ভারতবর্ষে আসিয়াছিলেন। বহলোল লোদী দিল্লীপ্রদেশ অধিকার করিয়া যখন জৌনপুর ও অন্যান্য স্বাধীন রাজ্য বিজয়ের জন্য রোহ-উপত্যক হইতে আফগানগণকে ভারতবর্ষে আসিতে নিমন্ত্ৰণ করিয়াছিলেন, তখন ফরীদ খাঁর পিতামহ ইব্রাহিম্ হুঁ স্বর ভারতবর্ষে আসিয়া দাউদ সাহূখেল জাতীয় মহব্বং খ সূরের অধীনে কৰ্ম্মগ্রহণ করিয়াছিলেন । মহব্বৎ খ৷ পঞ্জাবে হরিয়াণা ও বহুকাল নামক পরগণাদ্বয় জায়গীর পাইয়াছিলেন এবং নবাগত আফগানগণ বাজওয়ারা পরগণায় বাস করিয়াছিলেন । . (2) Elliot's History of India, Vol. IV, p. 308, Note I. (২) ভারিখ-ই-ফেরেশত, পারস্ত মূল, নওল কিশোর প্রেস, লঙ্কে, পৃঃ ২২• । (e) witawatai, kenfw wgsrw, een st", (Bibliotheca Indica) જૂ: ૭૧૦ । (*) Elliot's History of India, Vol. IV, p. 308, ميه