পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ - '&సి সরওয়ানী, হুমায়ূনের গতিরোধ করিয়াছিলেন । শের খ,মুঙ্গের হইতে গৌড়ে উপস্থিত হইয়া তাহার পুত্র জলাল থাকে, শিক্রৗগলির গিরিপথ রক্ষার্থ প্রেরণ করিয়াছিলেন । জলাল খা, গিরিপথে সহস্ৰ অশ্বারোহী রাখিয়া অবশিষ্ট ছয় সহস্র অশ্বারোহীর সহিত হুমায়ুনের সেনা আক্রমণ করিয়াছিলেন এবং মোঙ্গোল সেনা পরাজিত হইলে তিনি গিরিপথ সুরক্ষিত করিয়াছিলেন। হুমায়ূন শিক্রৗগলিতে একমাস কাল অপেক্ষা করিতে বাধ্য হইয়াছিলেন। সেই অবসরে শের ধী, গৌড়নগর-লুণ্ঠনলব্ধ সমস্ত ধনসম্পত্তি রোহতাস দুর্গে প্রেরণ করিয়াছিলেন । শের খা, রোহতাস্ দুর্গে উপস্থিত হইয়া জলাল খাকে শিক্রৗগলি পরিত্যাগ করিতে আদেশ করিয়াছিলেন । এবং হুমায়ূন গোঁড়াভিমুখে অগ্রসর হইয়া ৯৪৫ হিজরায় (১৫৩৮-৩৯ খৃষ্টাব্দে ) গৌড় নগরে প্রবেশ করিয়াছিলেন ৮ । রিয়াজ-উস-সালাতন অনুসারে হুমায়ুনের নামে গৌড়ে খোংবা পঠিত হইয়াছিল এবং মুদ্র মুদ্রিত হইয়াছিল** । হুমায়ুনের নামাঙ্কিত গৌড়ে মুদ্রিত কোনও মুদ্রা অদ্যাবধি আবিষ্কৃত হইয়াছে বলিয়া বোধ হয় না। হুমায়ুন গৌড় নগরকে “জন্নতাবাদ” আখ্যা প্রদান করিয়াছিলেন এবং তিনমাস কাল ঐ স্থানে বাস করিয়াছিলেন” । তারিখ-ই-শেরশাহী অনুসারে, হুমায়ূন গৌড়ে প্রবেশ করিলে শের ধী স্বয়ং বারাণসী আক্রমণ করিয়াছিলেন এবং খাওয়াস থাকে মুঙ্গের দুর্গ আক্রমণ করিতে প্রেরণ করিয়াছিলেন। খাওয়াস্ খা, মুঙ্গের অধিকার করিয়া খান-খানান ইউসফখেলকে বন্দিস্বরূপ বারাণসীতে আনিয়াছিলেন । বারাণসী অধিকৃত হইলে শের খা, ছয়বং খ নিয়াজী, জলাল খুঁ জালু, সৰ্বমস্ত ধী সরূওয়ানী-প্রমুখ আফগান প্রধানগণকে বহরাইচে. প্রেরণ করিয়াছিলেন। মোঙ্গোল সেনা বহরাইচে ও জৌনপুরে পরাজিত হইলে কনৌজ পৰ্য্যন্ত ভূমি শের খী কর্তৃক অধিকৃত হইয়াছিল• । (*) Ibid, pp. 367-68. (**) Ibid, p. 368. (tw) Ibid, p. 304. (৫৯) রিয়াজ-উস-সালতীিন, ইংরাজি অম্বুবাদ, পৃঃ ১৪২ ৷

  • હૈ । (هيه)

(es) Elliot's History of India, Vol. IV, p. 368. (*) Ibid.