পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९७o বাঙ্গালার ইতিহাস মীজৰ্ণ হিন্দাল, শিক্রীগলি অধিকৃত হইলে আগ্রায়ু প্রত্যাবর্তন করিয়াছিলেন ; ২২ তিনি এই সময়ে শেখ বহ লোলকে হত্যা করিয়া আগ্রায় বিদ্রোহী হইয়াছিলেন । এই সংবাদ পাইয়া হুমায়ূন গোঁড় পরিত্যাগ করিয়াজহাঙ্গীর কুলী বেগকে গৌড়ের শাসনকর্তা নিযুক্ত করিয়া ২ আগ্র অভিমুখে যাত্রা করিয়াছিলেন। রিয়াজ-উস-সালাতীন অনুসারে, গৌড়ে মড়কে বহু অশ্ব ও উষ্ট্র মরিয়া যাওয়ায় ও সৈন্যগণ পীড়িত হওয়ায়, ৯৪৬ হিজরায় হুমায়ূন আগ্র অভিমুখে যাত্রা করিয়াছিলেন•• । শেখ নিয়ামৎ-উল্লাহ রচিত তারিখ-ই-খা-জহান-লোদী অনুসারে, শের ধী গোঁড়নগর পরিত্যাগ করিবার পূৰ্ব্বে গৌড়ের রাজপ্রাসাদ সুসজ্জিত করিয়া রাখিয়াছিলেন। তাহার ইচ্ছা ছিল যে, বিলাসপ্রিয় হুমায়ূন এই সুসজ্জিত প্রাসাদ অল্পদিনের মধ্যে পরিত্যাগ করিতে না পারেন । হুমায়ুন যখন গৌড়ে বাস করিতেছিলেন, তখন জলালা-খা-বিনা-জল্প সূর পাঁচ সহস্ৰ অশ্বারোহীর সহিত গৌড় নগরের চারিদিক লুণ্ঠন করিয়া নগরে খাদ্যাভাব ঘটাইয়াছিলেন•• । হুমায়ূন গোঁড় হইতে আগ্রাভিমুখে যাত্রা করিলে শের র্থ সমস্ত আফগান প্রধানগণকে একত্র করিয়া সসৈন্য রোহতাস দুর্গ হইতে অগ্রসর হইয়াছিলেন । হুমায়ূন শোণ পার হইলে শের খা বক্সর চৌসার নিকটে শতয়াগ্রামে একটি নদীতীরে হুমায়ূনের আগ্রা যাইবার পথরোধ করিয়াছিলেন এবং শিবিরের চতুর্দিকে মৃন্ময় প্রাচীর নির্মাণ করাইয়াছিলেন । হুমায়ূন গত্যন্তর না দেখিয়া শেখ ফরাদ শকবৃগঞ্জের বংশধর শেখ খলীলকে দূত স্বরূপ শের ধার শিবিরে প্রেরণ করিয়া তাহাকে রোহতাসে প্রত্যাবর্তন করিতে অনুরোধ করিয়াছিলেন । শের খী প্রত্যাবর্তন করিলে হুমায়ূন র্তাহাকে গৌড়রাজ্যের অধিকারের জন্য ফৰ্ম্মাণ দিতে প্রতিশ্রুত হইয়াছিলেন, কিন্তু শের খাঁ সন্ধির প্রস্তাবে সন্মত হন মাইes । তারিখ-ই-শেরশাহী অনুসারে, শেখ খলীল শের খাকে সন্ধির .369 .Ibid, p (هانه) (७४) ब्रिड्रार्थ-७ण-नांनाउँौन.. ३९ब्रांजि अबूबाग, शूः २४० ।। ו 88-esל ני,א) (هنه) (*) Dorn's History of the Afghans, pt. I, p. 115. (**) Ibid, p. 116. - (*) Ibid, p. 118, Elliot's History of India, Vol. IV, p. 370, note 1. fos) Ibid, p. 373,