পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ ३७> প্রস্তাবে সম্মত হইতে নিষেধ করিয়াছিলেন• • । তারিখ-ই-ফেরেশতা,** তারিখ-ই-খণ-জাহান-লোদী৭২ ও তারিখ-ই-সালাতীন-ই-আফাগনা" অনুসারে, শেখ খলীল শের খশর গুরু এবং শের খণই তাহাকে দৃত স্বরূপ প্রেরণ করিয়াছিলেন। ফেরেশতা অনুসারে, হুমায়ূন শিক্রৗগলি পৰ্য্যন্ত মগধ প্রদেশের অধিকার পাইবার সর্তে, শেখ খলীলের প্রস্তাবে সম্মত হইয়াছিলেন - সন্ধি হইয়াছে জানিয়া, মোঙ্গোল সেনা নিশ্চিন্ত মনে নৌ-সেতু বন্ধন করিয়া নদী পার হইবার উদ্যোগ করিতেছিল । এই সময়ে একদিন রাত্রিশেষে শের খণ হুমায়ুনের শিবির আক্রমণ করিয়াছিলেন । আব্বাস খ৭ সরওয়ানীরচিত তারিখ-ই-শেরশাহীতে শেখ খলীলের দৌত্যের ফল স্পষ্টরূপে লিখিত নাই। শের খণ, শেখ খলীলের অনুরোধে হুমায়ুনের সহিত যুদ্ধ করিতে প্রস্তুত হইয়াছিলেন, কিন্তু পরক্ষণেই তিনি বলিতেছেন যে, তিনি বাদশাহ হুমায়ূনের সন্ধির প্রস্তাবে সম্মত হইয়াছেন" । শের খণ সন্ধির প্রস্তাবে সম্মত হইয়া সত্যরক্ষা করেন নাই । তিনি মহৰ্ত্তা নামক চেরো জাতির অধিপতিকে আক্রমণ করিবার ছলে, দুই তিন দিন স্কন্ধাবার হইতে যাত্রা করিয়া পুনরায় ফিরিয়া আসিয়াছিলেন এবং তৃতীয়দিনে অতর্কিতভাবে মোঙ্গোলশিবির আক্রমণ করিয়া হুমায়ূনকে পরাজিত করিয়াছিলেন । মোঙ্গেল সেনা শ্ৰেণীবদ্ধ হইবার পূর্বেই আক্রান্ত হইয়াছিল এবং হুমায়ুন অস্ত্র গ্রহণ করিবার পূৰ্ব্বেই যুদ্ধের ফল অবধারিত হইয়াছিল। নৌ-সেতু ভাঙ্গিয় যাওয়ায় বহু মোঙ্গোল জলমগ্ন হইয়াছিল । হুমায়ুন বস্ত্রাবাস হইতে নির্গত হইবার পূৰ্ব্বেই তাহার সেনা পরাজিত হইয়াছিল, তাহার পত্নী চারি সহস্ৰ মোঙ্গোল (*o) Ibid, p. 372. (৭১) তারিখ-ই-ফেরেশতা, পারস্য মূল, নঙল কিশোর প্রেস, পৃ: ২২৬। (**) Dorn's History of the Afghans, pt. I, p. 120. (৭৩) তারিখ-ই-সালাতীন-ই-আকাগন, এসিয়াটিক সোসাইটির পুৰি, পৃঃ ১০০ খ। (৭৪) তারিখ-ই-ফেরেশতা, পারস্য স্থল, নওল কিশোর প্রেস, লক্ষে, পৃ: ২২৬। (৭) তারিখ-ই-ফেরেশতা, পারস্য মূল, নঙল কিশোর প্রেস, লক্ষে, পৃঃ ২২৬। (*) Blliot's History of India, Vol. IV, p. 373. (**) Ibid. - (av) Dorn’s History of the Afghana, pt. I, pp. 122-23,