পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭8 বাঙ্গালার ইতিহাস বাঙ্গালার শাসনকর্তা খিজর খ্ৰী, গৌড়েশ্বর গিয়াস্-উদ্দীন মহমূদ শাহের এক কন্যাকে বিবাহ করিয়া রাজচিহ্ন ব্যবহার করিতে আরম্ভ করিয়াছিলেন ১৮ । এই সংবাদ শ্রবণ করিয়া শের শাহ পঞ্জাব হইতে গৌড়ে গমন করিয়াছিলেন এবং খিজর খাকে পদচ্যুত করিয়া কাজী ফজলং বা ফজৗহৎকে গৌড়ের শাসনকর্তা নিযুক্ত করিয়াছিলেন•• । এই সময়ে বাঙ্গাল দেশ বহুখণ্ডে বিভক্ত হইয়াছিল এবং প্রতিখণ্ডে একজন আমীর শাসনকর্তা নিযুক্ত হইয়াছিল । শের শাহ গৌড় হইতে মালবে গমন করিয়াছিলেন। ফেরেশতা অনুসারে, শের শাহ গোঁড় হইতে আগ্রায় গমন করিয়াছিলেন এবং ৯৪৯ হিজরায় মালবযাত্রা করিয়াছিলেন• • • । এই সময়ে গোয়ালিয়রের কিল্লাদার মহম্মদ কাসিমৃ বা আবুল কাসিমৃ বেগ গোয়ালিয়র দুর্গ শের শাহকে সমর্পণ করিয়াছিলেন । রৈসিন দুর্গ অধিকার করিয়া (১৫০ হিজরা, ১৫৪৩ খৃষ্টাব্দ ) হাজী খ ও সদর থাকে মালবের শাসনকর্তা নিযুক্ত করিয়া, ২ রণথম্বোর বা রণস্তম্ভপুর অধিকার করিয়া এবং তাহার জ্যেষ্ঠ পুত্র আদিল থাকে উক্ত স্থানের শাসনকর্তা নিযুক্ত করিয়া শের শাহ আগ্রায় প্রত্যাবর্তন করিয়াছিলেন । তারিখ-ই-দাউদ অনুসারে, শের শাহ এই সময়ে দুই বৎসর আগ্রায় অবস্থান করিয়াছিলেন । আগ্রা হইতে মগধ ও গৌড়দেশে গমন করিয়া শের শাহ অত্যন্ত পীড়িত হইয়া পড়িয়াছিলেন । সুস্থ হইয়া শের শাহ আগ্রায় প্রত্যাবর্তন করিয়াছিলেন এবং ৯৫০ হিজরায় মালব যাত্রা করিয়া পূর্ণমল্পকে আক্রমণ করিয়াছিলেন । পূর্ণমল্ল পরাজিত ও নিহত হইলে শের শাহ মুলী শাহবাজ খাঁ আচাখেল সরূওয়ানীকে রৈসিনের কিল্লাদার নিযুক্ত করিয়া আগ্রায় প্রত্যাবর্তন করিয়াছিলেন । ৯৫o হিজরায়, শের শাহ যোধপুরের (av) Ibid, Vol. V, p. 115. - - (১৯) Ibid, vol. Iv, p. 391 : মন্ত খব-উৎ-তওয়ারিখ, ইংরাজি অনুবাদ, প্রথম ভাগ, পৃঃ ৪৭৪ ৷ - (১••) তারিখ-ই-ফেরেশত, পারস্য মূল, নওল কিশোর প্রেস, লক্ষে, পৃ: ২২৭। (3) Elliot's History of India, Vol. IV, p. 392. (*) Dorn's History of the Afghans, pt. I, p. 133. (e) Elliot's History of India, Vol. IV, p. 395. (e) Ibid, p. 397, Note 1. (*) Ibid, p. 397. (*) Ibid, pp. 397-403. (*) Ibid, p. 403.