পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ ২৬৫ রাজা মালদেবকে আক্রমণ করিয়াছিলেন । শের শাহের চক্রান্তে প্রতারিত হইয়া সামন্তরাজগণের বিশ্বাসঘাতকতার ভয়ে মালদেব পলায়ন করিয়াছিলেন, কিন্তু রাঠোর রাজের সামন্ত চন্দেল্লবংশীয় জয় ও গোহ ভীষণবেগে মুসলমান সৈন্য আক্রমণ করিয়াছিলেন এবং শের শাহ জয়লাভ করিয়াও প্রত্যাবর্তন করিতে বাধ্য হইয়াছিলেন । ৯৫১ হিজরায়, শের শাহ নগোর ও চিতোর অধিকার করিয়া কালঞ্জর দুর্গ অবরোধ করিয়াছিলেন । ১৫২ হিজরার রবীউল-আউয়ল মাসের দ্বাদশ দিবসে (২৪শে মে ১৫৪৫ খৃষ্টাব্দে ), কালঞ্জর দ্বর্গ অবরোধকালে তোপখানায় অগ্নিসংযুক্ত হওয়ায় দগ্ধ হইয়া শের শাহ প্রাণত্যাগ করিয়াছিলেন ১ • । শের শাহ তাহার সংক্ষিপ্ত ষড়বর্ষব্যাপী রাজ্যকাল মধ্যে রাজস্ব আদায় ও রাজ্যশাসন সম্বন্ধে যে সমস্ত সুব্যবস্থার সূত্রপাত করিয়া গিয়াছিলেন, পরবর্তী কালে জলালা-উদ্দীন মহম্মদ আকবর বাদশাহ তাহা কার্য্যে পরিণত করিয়া ভারতেতিহাসে চিরস্মরণীয় হইয়াছেন শের শাহ তাহার রাজ্য ১১৬০০ পরগণায় বিভক্ত করিয়াছিলেন এবং প্রতি পরগণায় পাচ জন কৰ্ম্মচারী নিযুক্ত করিয়াছিলেন” । ইহাই পরবর্তীকালে রাজা তোড়রমল্লের রাজস্ব বন্দোবস্ত নামে পরিচিত হইয়াছিল । পঞ্জাবে শের শাহ যখন দ্বিতীয় রোহতাস দুর্গ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন, তখন ক্ষত্রিয় জাতীয় তোড়রমল্প তাহার কৰ্ম্মচারী ছিলেন ১২ । শের শাহ তোপখানার উন্নতিসাধনের জন্য, কনস্তাত্তিনোপলবাসী সৈয়দ আহমদ, নামক জনৈক বিখ্যাত কারিগরকে আনাইয়া অনেকগুলি তোপ নিৰ্মাণ করাইয়াছিলেন। সৈয়দ আহমদ, রুমী ( কনস্তাত্তিনোপলবাসী) যে সমস্ত তোপ নিৰ্ম্মাণ করিয়াছিলেন, তাহার মধ্যে কতকগুলি বাঙ্গলাদেশে আবিষ্কৃত হইয়াছে। ধুবড়ী জেলায় গৌরীপুরের রাজা স্ত্রীযুক্ত প্রভাতচন্দ্র বড়য়ে বাহাদ্বরের প্রাসাদে একটি,* বিজনীর রাজপ্রাসাদে একটি,** মালদহে ইংরাজ বাজারে ম্যাজিস্ট্রেটের গৃহের সম্মুখে (v) Idid, pp. 405-6. (a) Ibid, pp. 406-7. (Se) Ibid, p. 409. (SS) Chronology of Modern India, p. 28. (so) Dorn's History of the Afghans, pt. I, p. 131. (*) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, Vol. VII, p. 44. (১৪) রজপুর সাহিত্য-পৰিষদ, পত্রিকা-সপ্তম ভাগ, পৃ: se-se। A.