পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ فراج হিসার ৩৬, কাল্পীes, লখনৌ৩৮, মালোটও৯, নাৰ্ণোলs •, সস্তুল - ১ ও ह्रिौ१९ হইতে মুদ্রিত হইয়াছিল। হুমায়ুন যে নুতন দিল্লী নিৰ্ম্মাণ করিয়াছিলেন, শের শাহের আদেশে তাহার চতুষ্পার্শ্বে প্রস্তরনিৰ্ম্মিত প্রাচীর নিৰ্ম্মিত হইয়াছিল ৩ । ৯৪৭ হিজরায় (১৫৪০ খৃষ্টাব্দে ), শের শাহ, সুলতান আলা-উদ্দীন খল্জী নিৰ্ম্মিত সীরী-দুর্গ ধ্বংস করিয়া ফিরোজাবাদ ও কিলুখারীর মধ্যে একটি নূতন নগর নির্মাণ করাইয়াছিলেন এবং এই স্থানে শেরগঢ় নামক একটি ত্বর্গ ও শের মণ্ডল নামক একটি প্রাসাদ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । শের শাহ নগর নিৰ্ম্মাণ শেষ করিয়া যাইতে পারেন নাই, এই নগরের অবশিষ্টাংশ ইসলাম শাহ ও হুমায়ুন কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল• • ৯৪৮ হিজরায় ( ১৫৪১ খৃষ্টাব্দে ), শের শাহ মগধের প্রাচীন রাজধানী পাটলিপুত্র নগরের ধ্বংসাবশেষ মধ্যে একটি দ্বর্গ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন, এই দুর্গ ক্রমশঃ বর্তমান পাটন নগরে পরিণত হইয়াছিল এবং এই সময় হইতে মগধ বা রিহার প্রদেশের রাজধানী, বিহার নগর হইতে স্থানান্তরিত হইয়া পুনরায় পাটলিপুত্রে বা পাটনায় আনীত হইয়াছিল’ । শের শাহের মৃত্যুর পরে, তাহার জ্যেষ্ঠ পুত্র আদিল থার পরিবর্তে অন্যতম পুত্র জলাল খ সিংহাসন লাভ করিয়া ইসলাম শাহ উপাধি গ্রহণ করিয়াছিলেন । কালঞ্জর দুর্গ অবরোধকালে আদিল খী অথবা জলাল খ্ৰী কেহই উপস্থিত ছিলেন না । তারিখ-ই-খা-জহান্‌-লোদী অনুসারে, শের শাহের মৃত্যুকালে আদিল খাঁ বহুদূরে অবস্থান করিতেছিলেন, কিন্তু তাহার পুত্র মহমূদ শিবিরেই ছিলেন। জলাল খপ কাগঞ্জরের নিকটেই ছিলেন”। ফেরেশতা অনুসারে শের শাহের মৃত্যুকালে আদিলখে রণস্তম্ভপুরে ও জলাল, t (os) Ibid, pp. 99-100, Nos. 698-704, (en) Ibid, pp. 100-101. Nos.705-12. (er) Ibid, p. 101, Nos. 713. (es) Ibid, pp. 101-2, Nos. 714-18. (se) Ibid, p. 102. Nos.719-22. (s») ibid, pp. 102-3, Nos. 723-26. (os) Ibid, pp.1034, Nos.728-32. (৪৩) মন্ত খৰ-উৎ-তওয়ারিখ, ইংরাজি অনুবাদ, প্রথম ভাগ, পৃ: ৪৭%। (ss) Elliot's History of India, Vol. IV, p. 477. (se) Ibid., pp. 477-78. (**) Dorn's History of the Afghans, pt. I, pp. 142-44.