পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

११२ বাঙ্গালার ইতিহাস ইসলাম শাহের পুত্র ফিরোজ শাহের সিংহাসন প্রাপ্তির তিন দিন পরে, শের শাহের কনিষ্ঠ ভ্রাতা নিজাম খণর পুত্র মবারেজ খণ, ফিরোজ শাহকে হত্যা করিয়া দিল্লীর সিংহাসন অধিকার করিয়াছিলেন এবং মহম্মদ শাহ আদিল উপাধি গ্রহণ করিয়াছিলেন** । এই সংবাদ শ্রবণ করিয়া বাঙ্গালার শাসনকর্তা মহম্মদ খণ সুর স্বাধীনতা অবলম্বন করিয়াছিলেন•৩। এই সময় হইতে ৯৮৪ হিজরায় জলাল-উদ্দীন মহম্মদ আকবর বাদশাহ কর্তৃক বাঙ্গাল দেশ বিজয় পৰ্য্যন্ত গৌড় বা মগধ দিল্লীর বাদশাহগণের অধিকারভুক্ত হয় নাই। (১১) মত খৰ-উৎ-তওয়ারিখ, ইংরাজি অম্বুবাদ, প্রথম ভাগ, পৃঃ ৫৩৬। (aa) Dorn's History of Afghana, pt. I, p. 171. (se) ibid, p. 175.