পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

११७ বাঙ্গণলার ইতিহাস শাহের জীবদ্দশায় তাহ নির্বাপিত হয় নাই। পূৰ্ব্বে কথিত হইয়াছে, ইসলাম্ শাহের অনতিদীর্ঘ রাজ্যকাল, আফগান প্রধানগণের বিদ্রোহ দমনে অতিবাহিত হইয়াছিল । তিনি যতদিন জীবিত ছিলেন, ততদিন আফগান প্রধানগণ দুর্জেয় শের শাহের দক্ষিণহস্ত শতশতাহববিজয়ী ইসলাম শাহ উপাধিধারী, জলাল খণর ভয়ে বিদ্রোহাচরণ হইতে বিরত ছিলেন, কিন্তু র্তাহার দেহান্ত হইলে আফগান প্রধানগণ স্বজাতিসুলভ ব্যবহার বিস্মৃত হন নাই । যে কারণে যহলোল লোদীর সাম্রাজ্য ধ্বংস হইয়াছিল, সেই কারণে শের শাহের সাম্রাজ্যও বিনষ্ট হইয়াছিল। মহম্মদ শাহ আদিল উপাধিধারী মবারেজ ধ, কলহপ্রিয় দুরন্ত আফগান আমীরগণকে বশীভূত রাখিতে পারেন নাই । অবসর বুঝিয়া প্রবাসী হুমায়ুন ভারতবর্ষে ফিরিয়া আসিয়াছিলেন এবং একে একে সিকন্দর শাহ, মহম্মদ শাহ আদিল প্রভৃতি হসন খী সূরের বংশধরগণকে পরাজিত করিয়া দুই বৎসরের মধ্যে হৃতরাজ্য পুনরুদ্ধার করিয়াছিলেন। যে বৎসর শের শাহের মৃত্যু হইয়াছিল, সেই বৎসর মহম্মদ খাঁ সূর গৌড়ের ও তীরভূক্তি বা উত্তর বিহারের এবং সোলেমান খ কররাণী মগধ বা দক্ষিণ বিহারের শাসনকর্তা নিযুক্ত হইয়াছিলেন । ইসলাম শাহের শিশুপুত্র ফিরোজ শাহ মবারেজ খ" কর্তৃক নিহত হইলে শের শাহের রাজাকালে প্রধানগণ ক্ষুব্ধ হইয়াছিলেন নীচজাতীয় হিন্দ্র হিমু মহম্মদ শাহের অনুগ্রহে উচ্চপদ লাভ করিলে ভারতবর্ষের মুসলমান সম্প্রদায় অত্যন্ত রুষ্ট হইয়াছিল, এই সময় হইতেই আফগান সাম্রাজ্যের অধঃপতন আরম্ভ হইয়াছিল। ইসলাম শাহের মৃত্যুর পরে, তাহার মৃতদেহ সাসারামে প্রেরিত হইয়াছিল২ । তথায় তাহার অসমাপ্তি সমাধিমন্দিরের ধ্বংসাবশেষ আদ্যাবধি বিদ্যমান আছে । ফিরোজ শাহের সিংহাসন প্রাপ্তির তিনদিন পরে, ইসলাম শাহের খুল্লতাত পুত্র ও খালক মবারেজ র্ঝ র্তাহাকে হত্যা করিয়াছিলেন। মবারেজ খাঁর সহোদর, ফিরোজ শাহের মাতা বিবি বাঈ মবারেজ, খাকে বহুবার ইসলাম শাহের কোপদৃষ্টি হইতে রক্ষা করিয়াছিলেন । কিন্তু তিনি (5) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. LXIV, 1875, pt. I, p. 295. (*) Elliot's History of India, Vol. IV, p. 505 Note. 1. (e) List of Ancient Monuments in Bengal, Calcutta, 1896, p. 370 Nos. 138-39. --