পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$4by বাঙ্গালার ইতিহাস অবরোধ পরিত্যাগ করিয়া গোঁড়রাজ্যের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়াছিলেন । ৯৬২ হিজরায় (১৫৫৫ খৃষ্টাব্দে ) কাল্পী হইতে একাদশ ক্রোশ দূরে অবস্থিত যমুনাতীরে ছাপরা-মে গ্রামে শমসূ-উদ্দীন মহম্মদ শাহ হিমু কর্তৃক পরাজিত ও নিহত হইয়াছিলেন** শমসূ-উদ্দীন মহম্মদ শাহ ৯৬২ হিজরায় আরাকান বিজয় করিয়াছিলেন এবং বিজয়-কাহিনী স্মরণার্থ, উক্ত বর্ষে আরাকানে নিজনামে রজতমুদ্রা মুদ্রাঙ্কন করিয়াছিলেন । এতদ্ব্যতীত তাহার রাজ্যকালের কোনও শিলালিপি বা মুদ্রা অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। ৯৬২ হিজরার জমাদী-উল-আউয়ল মাসের ষষ্ঠ দিবসে (২৯শে মার্চ ১৫৫৫ খৃষ্টাব্দে ) মহম্মদ শাহ আদিল তাহার খুল্লতাত পুত্র ও শ্বালক ইব্রাহিম খণ সূর কর্তৃক পরাজিত হইয়া দিল্লী ও আগ্র পরিত্যাগ করিতে বাধ্য হইয়াছিলেন’ৰ । ইব্রাহিম খাঁ সূর, ইব্রাহিম শাহ উপাধি ধারণ করিয়া স্বাধীনতা ঘোষণা করিয়াছিলেন। উক্তবর্ষে জমাদী-উস্ সানি মাসে (মে মাসে ) শের শাহের কনিষ্ঠ ভ্রাতা আহমদ খা, ইব্রাহিম শাহকে পরাজিত করিয়া দিল্লী অধিকার করিয়াছিলেন এবং সিকন্দর শাহ উপাধি গ্রহণ করিয়া সিংহাসনে আরোহণ করিয়াছিলেন১৩ । উক্ত বর্ষে শাবান মাসের দ্বিতীয় দিবসে (২২শে জুন ১৫৫৫ খৃষ্টাব্দে ) হুমায়ুনের সেনাপতি বৈরাম, খ্ৰী সৰ্বহিন্দের যুদ্ধে সিকন্দর শাহকে পরাজিত করিয়াছিলেন। সিকন্দর শাহ মাসস্বয় মাত্র রাজ্যভোগ করিয়া পঞ্জাবের পাৰ্ব্বত্যপ্রদেশে পলায়ন করিয়াছিলেন এবং হুমায়ুন পুনৰ্ব্বার দিল্লী ও আগ্র অধিকার করিয়াছিলেন” । । ছাপরা-মেয়ের যুদ্ধে শমসূ-উদ্দীন মহম্মদ শাহ পরাজিত ও নিহত হইলে বাঙ্গালার আমীরগণ প্রয়াগের পরপারে অবস্থিত ঝুসীতে প্রত্যাবর্তন করিয়াছিলেন। এইস্থানে, শমস-উদ্দীন মহম্মদ শাহের পুত্র খিজর খ গিয়াস-উদ্দীন বহদির শাহ উপাধি গ্রহণ করিয়া স্বাধীনতা ঘোষণা (2) Dorn’s History of the Afghans, pt. I, p. 175. (**) Elliot's History of India, Vol. IV, p. 507. (SS) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, pt. II, p. 180, Nos. 229. () (**) Chronology of Modern India, p. 34. , (১) Ibid; মন্ত খৰ-উৎ-তওয়ারিখ, ইংরাজি অনুৰা, প্রথম ভাগ, পৃঃ ৫৪৭। (ss) Elliot's History of India, Vol. IV, p. 508.