পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

६ोक्ण अब्रिट्ष्झर्म પર્વ: করিয়াছিলেন । রিয়াজ-উস-সালাতন অনুসারে, শাই বাজ খাঁ, মহম্মদ শাহ আদিলের অধীনে গোঁড়ের শাসনকৰ্ত্ত ছিলেন ১৯ । গোলাম হোসেনের এই উক্তি যে কতদূর বিশ্বাসযোগ্য তাহ বলিতে পারা যায় না, কারণ ইসলাম শাহের রাজ্যকালে মহম্মদ খাঁ সূর গৌড়ের শাসনকর্তা ছিলেন ; তিনি ইসলাম্ শাহের মৃত্যুর পরে স্বাধীনতা অবলম্বন করিয়াছিলেন এবং জৌনপুর অধিকার করিয়া আগ্রা ও কাল্পী অধিকার করিতে অগ্রসর হইতেছিলেন, এই সময়ে ছাপরা-মেয়ের যুদ্ধে তিনি পরাজিত ও নিহত হইয়াছিলেন। তাহার মৃত্যুর পরে বাঙ্গালার আমীরগণ ঝুসী পৰ্য্যন্ত প্রত্যাবর্তন করিয়া শমসূ-উদ্দীন মহম্মদ ' শাহের পুত্র খিজর খাকে বাঙ্গালার সুলতান বলিয়া স্বীকার করিয়াছিলেন । মহম্মদ শাহ আদিলের রাজ্যকালে বাঙ্গালা দেশ কখনও তাহার অধীন ছিল না, সুতরাং এই সময়ে তাহার অধীন শাহ বাজ খা নামক গৌড়ের শাসনকৰ্ত্তার অস্তিত্ব স্বীকার করা দুষ্কর। শমসূ-উদ্দীন মহম্মদ শাহ যখন মহম্মদ শাহ আদিলের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়াছিলেন, তখন সম্ভবতঃ তিনি শাহবাজত খাকে গৌড়রক্ষার্থ নিযুক্ত করিয়াছিলেন। ছাপরা-মেয়ের যুদ্ধে শমস্-উদ্দীন মহম্মদ শাহ পরাজিত ও নিহত হইলে শাহবাজ খা, বোধ হয়, মহম্মদ শাহ আদিলের অধীনতা স্বীকার করিয়াছিলেন । খিজর খী বা গিয়াস্-উদ্দীন বহাদর শাহ ঝুসী হইতে গোঁড়ে গমন করিয়া শাহবাজ খাকে আক্রমণ করিয়াছিলেন। শাহবাজ থা পরাজিত ও নিহত হইয়াছিলেন ও এবং গিয়াস-উদ্দীন বহাদর শাহ গোঁড়-সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । গৌড়ে সিংহাসনের ভিত্তি সুদৃঢ় করিয়া তিনি পিতার মৃত্যুর প্রতিশোধ গ্রহণ মানসে মহম্মদ শাহ আদিলের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়াছিলেন । এই সময়ে মহম্মদ শাহের অবস্থা অত্যন্ত শোচনীয় হইয়াছিল। হিমু ছাপরা-মেয়ের যুদ্ধে জয়লাভ করিয়া বিহারে তাজ খী কররাণীর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়াছিলেন১৮ । এই সময়ে ১৫ই, রবী-উল-আউয়ল, ১৬৩ হিজরা, ( ২৮শে জানুয়ারি ১৫৫৬ খৃষ্টাব্দে) দিল্লীতে নাসির-উদ্দীন হুমায়ুন বাদশাহের মৃত্যু (००) ब्रिव्राज.-छेग-गांनाउँौन. रे९ब्रावि चङ्गबांग, १ः ०४१-४४ ॥ (»w) ब्रिद्वाज-$शृ-जtणांउँौन. ইংরাজি অনুবাদ, পৃঃ ১৪৮-৪৯ । (>4) Elliot's History of India, Vol. IV, p. 508. (sv) Dorn's History of the Afghans, pt. I, p. 175,