পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাদশ পরিচ্ছেদ Հեs কিয়দংশ অধিকার করিয়া হজরং আলী উপাধি গ্রহণ করিয়াছিলেন । ১৬৮ হিজরায় (১৫৬০ খৃষ্টাব্দে ) গৌড়েশ্বর গিয়াস্-উদ্দীন বহাদর শাহের মৃত্যু হইয়াছিল । রিয়াজ-উস-সালাতন অনুসারে তিনি ছয় বৎসর কাল রাজ্যভোগ করিয়াছিলেন । ১৬৪ হিজরায় (১৫৫৭ খৃষ্টাব্দে ) গিয়াসূ-উদ্দীন বহাদর শাহের রাজ্যকালে রাজমহলের জামী মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল । এই মসজিদের শিলালিপি অনুসারে, আমিন-উল্লাহের পুত্র ইব্রাহিমখ" গাজী ৯৬৪ হিজরায় শ্রাবণ মাসের অষ্টম দিবসে শুক্রবারে বিধৰ্ম্মিগণ কর্তৃক নিহত হইয়াছিলেন ২৮ । ৯৬৬ হিজরায় (১৫৫৮ খৃষ্টাব্দে ) রাজশাহী জেলার কুণ্ডম্বা গ্রামে সোলেমান নামক এক ব্যক্তি একটি মসজিদ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন২৯ । কালনায় আবিষ্কৃত একখানি শিলালিপি অনুসারে, ৯৬৭ হিজরায় (১৫৫৯ খৃষ্টাব্দে ) গিয়াসূ-উদ্দীন বহাদর শাহের রাজ্যকালে সরওয়ার র্থ একটি মসজিদ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন কলিকাতার চিত্রশালায়-রক্ষিত একখানি শিলালিপি অনুসারে, গিয়াস-উদ্দীন বহাদর শাহের রাজাকালে ১৬৭ হিজরায় জমাল খ কররাণীর পুত্র মসনদ আলী তাজ বা একটি মসজিদ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । গিয়াসূ-উদ্দীন বহদির শাহের অনেকগুলি রজতসূত্র আবিষ্কৃত হইয়াছে, এইগুলি ৯৬৪, ৯৬৬-৬৮ হিজরায় মুদ্রিত হইয়াছিল, ইহাতে টাকশালের নাম পাওয়া যায় নাওখ । গিয়াসূ-উদ্দীনত বহাদর শাহের মৃত্যুর পরে তাতার কনিষ্ঠ ভ্রাতা গিয়াসূ- , উদ্দীন জলাল শাহ সিংহাসন লাভ করিয়াছিলেন। রিয়াজ-উস-সালাতন অনুসারে, পাচ বৎসর কাল রাজ্যভোগের পরে জলাল শাহের মৃত্যু হইয়া -Ibid (م۹) (RA) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIV, 1875, p. 501. (\v) Ibid, pp. 301-2. (A») Ibid, Vol. LXXIII, 1904, pt. I, p. 117. (ee) Annual Report of the Archæological Survey, Bengal Circle, 1903-4, p. 4. - ifirsچet)۔ (ده) tes) Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. II, p t. II, . 181, Nos. 230-33. ,