পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՏԵՑ বাঙ্গালার ইতিহাস করিয়াছিল । নারায়ণপুরের যুদ্ধে কোচ সেনা পরাজিত হইয়া প্রত্যাবর্তন করিতে বাধ্য হইয়াছিল** । ১৫৬২ খৃষ্টাব্দে শুক্লধ্বজ স্বয়ং আঁহমতরাজ্য আক্রমণ করিয়া ডিখুনীর সঙ্গমস্থলে সুক্লেনমুঙ্গকে পরাজিত করিয়া আহম রাজধানী গড়গাওয়ে প্রবেশ করিয়াছিলেন । আহমরোজ ষষ্টিসংখ্যক হস্তী ও বহু ধনরত্ন প্রদান করিয়া নরনারায়ণের অধীনতা স্বীকার করিয়াছিলেন । আহম প্রধানগণের পুত্ৰগণ প্রতিভূস্বরূপ কোচরাজ্যে প্রেরিত হইয়াছিল**। ইহার পরে কাছাড় ও মণিপুর বিজিত হইয়াছিল এবং কাছাড়রাজ সপ্ততি সহস্র ও মণিপুররাজ বিংশতি সহস্র রজতমুদ্রা প্রতিবর্ষে রাজস্ব প্রেরণ করিতে অঙ্গীকার করিয়াছিলেন । শুক্লধ্বজ ত্রিপরা ও শ্ৰীহট্ট রাজগণকে পরাজিত করিয়া জয়ন্তীপুর (জৈভিয়া) অধিকার করিয়াছিলেন। জয়ন্তীপুররাজ নিজনামে মুদ্রাঙ্কন করিবেন না অঙ্গীকার করিয়া রাজস্ব প্রেরণ করিতে স্বীকার করিয়াছিলেন। এইজন্য ১৭৩১ খৃষ্টাব্দ পর্য্যন্ত জয়ন্তীপুরের মুদ্রায় কোন রাজার নাম দেখিতে পাওয়া যায় নাই । । সোলেমান খ কররাণী, বাদশাহ ফরদত-উদ্দীন শের শাহের রাজ্যকালে প্রতিষ্ঠালাভ করিয়াছিলেন। ইসলাম শাহের রাজ্যকালে তিনি মগধের বা দক্ষিণ বিহারের শাসনভার লাভ করিয়াছিলেন । বিশ্বাসঘাতক জলালউদ্দীনের মৃত্যুর পরে সোলেমান গৌড় মগধ ও তীরভূক্তির অধিকার লাভ করিয়াছিলেন ১৮ । ৯৭১ ও ৯৭২ হিজরায় তাজ খ কররাণী গৌড়ের শাসনকর্তা ছিলেন । তাহার মৃত্যুর পরে সোলেমান অস্বাস্থ্যকর গৌড়নগর পরিভ্যাগ করিয়া তান্দা বা তাড়ায় রাজধানী স্থাপন করিয়াছিলেনঃ ১ । ৯৭১ হিজরায় (?) ফতে খ ও হসন খা রোহতাস ত্বৰ্গ হইতে অবতরণ করিয়া মগধ অধিকার করিয়াছিলেন এবং সলীম খার পুত্র আওয়াজ খাকে রাজ্য প্রদান করিয়াছিলেনঃ “ । এই সময়ে সোলেমান খা, আকবর বাদশাহের নামে গোঁড়রাজ্যে খোংবা পাঠ করাইয়াছিলেন । খ1 জমান বিদ্রোহী হইলে আকবরের আদেশে হাজী মহম্মদ খাঁ সীস্তানী দূতস্বরূপ সোলেমানের নিকট (и) пыa, pp.49-50. (sw) Ibid, pp. 50-51. (8%) Ibid, p. 51. (ev) ब्रिबाण-प्लग-गाणांठौन. रे९ब्राणि चञ्चबांग, भूः २४२ ।। (se) હ ! s - -- (es) জাক বর-নাম, ইংরাজি অনুবাদ, (Bibliotheca-Juca) দ্বিতীয় ভাগ, পৃঃ ৩৩৮।