পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ `** শোণ ও গঙ্গার সঙ্গমস্থলে তাহার সহিত মোঙ্গোল সেনার যুদ্ধ হইয়াছিল** । আকৃবর-নাম অনুসারে, মোঙ্গেল সেনাপতি লাল খ জরান্দাকোট আক্রমণ করিয়াছিলেন এবং আফগানগণের চতুর্দশখানি নৌকা অধিকার করিয়াছিলেন। এই যুদ্ধে লাল ধার পুত্র নিহত হইয়াছিলেন• । এই সময়ে হতভাগ্য দাউদ শাহ মিয়" লোদী খাকে নিমন্ত্রণ করিয়া তাহাকে বন্দী করিয়াছিলেন এবং পরে তাহাকে হত্যা করিয়াছিলেন । লোদী খার হত্যার সংবাদ শ্রবণ করিয়া আফগান প্রধানগণ অত্যন্ত ভীত হইয়াছিলেন । লোদী ধার শিশুপুত্র ইসমাইল খান-ধানান, মুনিম খাঁর আশ্রয় গ্রহণ করিয়াছিলেন এবং তিনি শোণ পার হইয়া পাটনা অভিমুখে অগ্রসর হইয়াছিলেন দাউদ শাহ কর্তৃক প্রেরিত সৈন্যদল পাটনায় আশ্রয় গ্রহণ করিলে মুনিম্ খাঁ তাহাকে পাটনা দুর্গে অবরোধ করিয়াছিলেন । তবকাং-ইআকবরী" ও প্রতাপাদিত্য-চরিত•• অনুসারে, শ্ৰীধর বা শ্ৰীহরি নামক একজন বঙ্গবাসীর পরামর্শেদাউদ শাহ মিয়" লোদী থাকে বন্দী ও হত্যা করিয়াছিলেন। ইহার প্রকৃত নাম শ্রীহরি, ইনি বঙ্গজ কায়স্থবংশজাত এবং পরে দাউদ শাহ ইহাকে বিক্রমাদিত্য উপাধি প্রদান করিয়াছিলেন । শ্রীহরি বা বিক্রমাদিত্যের পুত্র প্রতাপাদিত্যরায় পরে দক্ষিণবঙ্গে স্বাধীনতা অবলম্বন করিয়াছিলেন । রামরাম বসু-রচিত প্রতাপাদিত্য-চরিতানুসারে, শ্রীহরির পিতার নাম ভবানন্দ এবং তাহার পিতামহের নাম রামচন্দ্র* * * । আকবর উনবিংশ রাজ্যাঙ্কে (৯৮১ হিজরায়, ১৫৭৪ খৃষ্টাব্দে ) রায় ভগবানদাসকে মুস্তোফী ও রায় পুরুষোত্তমকে বখশী নিযুক্ত করিয়া আগ্রা পরিত্যাগ করিয়াছিলেন । তবকাৎ-ই-আকৃবরী অনুসারে, ৯৮২ হিজরীর সফর মাসের শেষ দিবসে, আকবর নৌকাযোগে আগ্রা পরিত্যাগ করিয়া (৯) তারিখ-ই-ক্ষেরেশ ভা, পারস্য ৰূপ, নঙল কিশোর প্রেল, পৃঃ ২৬২। (৯) আৰু বরনাম, ইংরাজি অনুবাদ, তৃতীয় ভাগ, পৃঃ ১০০ । (**) ձ # AA DDBSBSBBSBBS BDD DDS BBB BBB BBS BDStt S ttt (ss) निथिलबांध ब्रांद्र जन्ञानेिड 4ठांचोंकिङा-कबिल, श्रृंt s, १७ ॥ 4১ss) ঐ, পৃঃ ২-৪ । - * * (४) आकंवत्र-बाबा, हेराबी जङ्गवान, छ्डोइ छाभ, भूः भ२९।