পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

వSé বাক্ষালার ইতিহাস করিয়াছিলেন। মজঃফর গণ যখন তীরভূক্তিতে আফগান দমনে নিযুক্ত ছিলেন, তখন খান-খানান মুনিম খণ র্তাহাকে আগ্র গমন করিতে আদেশ করিয়াছিলেন। মজঃফর খ৭ আগ্রায় উপস্থিত হইলে আকবর র্তাহাকে চৌসা হইতে গঢ়ী পর্য্যন্ত বিস্তৃত বিহার বা মগধ প্রদেশের শাসনভার প্রদান করিয়াছিলেন ২৭ । ঘোড়াঘাটে আফগানগণ পরাজিত হইলে খান-থানান মুনিম খণ গৌড়ে গমন করিয়াছিলেন । এই সময়ে প্রাচীন গৌড়নগর অত্যন্ত অস্বাস্থ্যকর হইয়া উঠিয়াছিল এবং নগরে মড়ক আরম্ভ হইয়াছিল। আকৃবর-নাম অনুসারে, গোঁড়ে আশরফখ", হয়দর্খ",মুঈন-উদ্দীন আহমদখে",লালখণ, হাজী খণ সিস্তানী, হাসেম খণ, মোহসিন খণ, হাজী ইউসফ খণ, কন্মুজ খণ, মীর্জা ফুলীখণ, আবুল-হসন, শাহ খলীল,শাহ তাহের প্রভৃতি বহু মোঙ্গোল কৰ্ম্মচারী মৃত্যুমুখে পতিত হইয়াছিলেন।২৮। তবকাং-ই-আকৃবরী অনুসারে, প্রতিদিন দলে দলে সেনাগণ নানাবিধ পীড়ায় মরিতেছিল এবং গৌড়নগর শ্মশানে পরিণত হইয়াছিল।২৯ । এই সময়ে জ্বনৈদ খণ কররাণী বিহার আক্রমণ করিয়াছে শুনিয়া খান-খানান মুনিম্‌ খৰ্ণ গোঁড় হইতে যাত্রা করিয়া ২৪শে অক্টোবর ১৫৭৫ খৃষ্টাব্দে তাড়ায় দেহত্যাগ করিয়াছিলেন•• । গোঁড়রাজ্যের শাসনকর্তার মৃত্যু-সংবাদ প্রবণ করিয়া দাউদ শাহ দ্বিতীয়বার গোঁড়-রাজ্য অধিকারের উদ্যম করিয়াছিলেন। দাউদ কটক হইতে অগ্রসর হুইয়া ভদ্রকে নজর বহাদরকে অবরোধ করিয়াছিলেন । তাহার আগমন সংবাদ শুনিয়া মোরাদণ্ড খণ জলেশ্বর পরিত্যাগ করিয়া তাড়ায় পলায়ন করিয়াছিলেন এবং আফগান সেনা গঙ্গাপার হইয়া গোঁড়াড়িমুখে অগ্রসর হইয়াছিল । এই সংবাদ প্রবণ করিয়া আকবর, খ" জহীন ও রাজা তোড়রমল্পকে গৌড়ে প্রেরণ করিয়াছিলেন । ভাগলপুরে গৌড়দেশের পরাজিত মোঙ্গোল সেনাপতিগণের (২) আকবরনাম, ইংরাজি আন্না, তৃতীয় ভাগ, পৃঃ ১৮-২••। (૨) હૈ, નૃ. ૨૨૧ (২১) তৰকাৎ-ই-আকবরী, পারস্ত স্থল, মওল কিশোর প্রেস, লঙ্কো, পৃঃ ৩১ (००) चाक बद्र-नांबा, रेरबाणि चञ्चबांग, छ्डौद्र छात्र, भूः ९२१ ।। {જ) હૈ, નૃ ષર i دهه : , (هم)