পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8 বাঙ্গালার ইতিহাস সক্ষিগণ দেবকোটে পৌছিলেন । ইহাই মিনহাজ কর্তৃক লিপিবদ্ধ, বখতিয়ারের তিব্বত অভিযানের বিবরণ৩১ । তবকাৎ-ই-নাসিরীর অন্যান্য স্থান যেমন সত্য তথ্যপূর্ণ, এই স্থান তাহা নহে। ইহাতে ইরাণী কল্পনাপ্রসূত অনেক অলীক কাহিনীর সমাবেশ আছে ; শাহ গুষতাম্প, চীন দেশ হইতে প্রত্যাবর্তনের পথে কামরূপে আসিয়াছিলেন সে কথা আছেs •, নদীতীরে, দেবমন্দিরে, দুই তিন হাজার মণ ওজনের সুবর্ণ প্রতিমার কথা আছে । এই সকল কারণে অনুমান হয় যে, মগধ ও গৌড় জয় করিয়া গৰ্ব্বান্ধ বখতিয়ার হিমালয়ের পাদদেশস্থিত কোনও পাৰ্ব্বত্য জাতি কর্তৃক পরাজিত হইয়াছিল। সেই পরাজয় সংবাদ গোপন করিবার জন্য যে সমস্ত অলীক কাহিনীর অবতারণা করিতে হইয়াছিল, মৌলানা মিনহাজ-উস্-সিরাজ মাত্র তাহাই লিপিবদ্ধ করিয়া গিয়াছেন । কেহ কেহ অনুমান করেন যে, আসামে “শিলহাকো” নামক যে সেতু আছে, বখতিয়ার সেই সেতু পার হইয়া তিব্বতে গমন করিয়াছিলেন । কিন্তু উহা অসম্ভব, কারণ “শিলহাকো” প্রাচীন কামরূপ দেশের উত্তর পশ্চিম ভাগে অবস্থিত ২ ; কামরূপ বিজিত না হইলে, মুসলমান সেনার পক্ষে “শিলহাকো” পার হওয়া অসম্ভব । দেবকোটে উপস্থিত হইয়া বখতিয়ার পীড়িত হইয়া পড়িলেন । তিব্বত অভিযানে নিহত, খলজসেন ও সেনানীগণের পরিবারবর্গ তাহাকে পথে দেখিতে পাইলেই অভিশাপ বর্ষণ করিত, সেইজন্য তিনি আর পথে বাহির হন নাই। এই অবস্থায়, কিয়ৎকাল পরে বখততিয়ারের মৃত্যু হইয়াছিল৭৩ । কেহ কেহ বলেন যে, বখতিয়ারের অধীন নারান্‌কোই নামক স্থানের অধিপতি, আলীমৰ্দ্দান খিলজি, তিব্বত অভিযানে মুসলমান সেনার বিপদ শুনিয়া দেবকোটে আসিয়াছিলেন । তখন বখতিয়ার পীড়িত, তিন দিন যাবৎ কেহ তাহার দর্শন পায় নাই । সেই সময়ে, কোনও উপায় আলীমর্দান বখতিয়ারের কক্ষে প্রবেশ করিয়া ছুরিকাঘাতে তাহাকে হত্যা করিয়া (৪০) তবকাৎ-ই-নাসিরী, ইংরাজী অনুবাদ, পৃঃ ৫৬১ । Ag(8>) *:: *es (ss) Journal of the Asiatic Society of Bengal, Old Series Vol. XX, p. 291. (৪৩) তবকাৎ-ই-নাসিরী, ইংরাজী অনুবাদ, পৃঃ ৫৭২ ।