পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ বাঙ্গালার ইতিহাস অশ্ব, একটি কমরবন্দ, একখানি অসি ও একটি বহুমূল্য খিলাং প্রদান করিয়াছিলেন । এই স্থানে সুলতানের প্রতিনিধি, কুতবত-উদ্দীনের সম্মান রক্ষা করিবার জন্য, হসন নিজামী বলিয়াছিলেন যে, কুতবত-উদ্দীন বখতিয়ারের ক্ষমতা বৃদ্ধি করিয়াছিলেন । ইহা সৰ্ব্বৈব মিথ্যা, কারণ বখতিয়ার নিজ ভুজবলে ও ধনবলে, শক্তি সঞ্চয় করিয়া মগধ ও গৌড় অধিকার করিয়াছিলেন। তিনি স্বেচ্ছায় স্বীয় ক্ষমতা বৃদ্ধি করিয়াছিলেন সুলতান অথবা তাহার প্রতিনিধির আদেশের অপেক্ষা করেন নাই। পরবর্তী ঐতিহাসিকগণ এই ঘটনা বর্ণনকালে অত্যুক্তি করিয়া থাকেন। বদাওনী বলেন যে সুলতান (অর্থাৎ কুতবত-উদ্দীন কিন্তু তিনি তখনও সুলতান হন নাই ) তাহাকে বাঙ্গালাদেশে লখনোঁতী প্রদেশের শাসনকৰ্ত্ত নিযুক্ত করিয়া পাঠাইয়াছিলেন । রিয়াজ-উস্-সালাতীনকার, গোলাম হোসেন সলিম বলেন যে, বাঙ্গালা রাজ্য দিল্লীর সাম্রাজ্যের অংশ স্বরূপ কুতবত-উদ্দীনের হস্তে ন্যস্ত হইল এবং সুলতান কুতবত-উদ্দীন, মালিক ইখতিয়ার-উদ্দীন মহম্মদ বখতিয়ারকে বিহার ও লখ নেীতীর শাসনকর্তৃপদে নিযুক্ত করিলেন ২ । তবকাৎ-ই-আকবরী প্রণেতা বখশী নিজামূ-উদ্দীন আহমদ বলেন যে, ইখতিয়ার-উদ্দীন সুলতান কুতবাউদ্দীনের অধীনে কার্য্যগ্রহণ করিয়াছিলেন ও । তবকাৎ-ই-নাসিরী,** বদাওনী,**রিয়াজ-উস-সালাতীন ও প্রভৃতি সমস্ত ঐতিহাসিক গ্রন্থেই দেখিতে পাওয়া যায় যে, বখতিয়ার নিজ নামে মুদ্রাঙ্কন করাইয়াছিলেন, কিন্তু তবকাৎই-নাসির অনুবাদক মেজর র্যাভাটি বলেন যে, বখতিয়ার সুলতান মহম্মদ বিন সামের নামে মুদ্রাঙ্কন করাইয়াছিলেন । বখতিয়ারের নিজ নামে বার্তাহার মৃত্যুর পূৰ্ব্বে মগধে বা গৌড়ে দিল্লীর কোনও বাদশাহের নামে, মুদ্রাঙ্কিত কোন মুদ্রা অথবা তাহার সময়ের কোনও খোদিত লিপি অদ্যাবধি আবিষ্কৃত হয়নাই। (to) Elliot's History of India, Vol. II, p. 232. (৫১) মন্ত খব-উৎ-তওয়ারিখ, ইংরাজি অনুবাদ, পৃঃ ৮২ ৷ (২) রিয়াজ-উস-সালাতন ইংরাজি অনুবাদ, পৃঃ ৫৯। (৩) তবকাৎ-ই-আকবরী, ইংরাজি অনুবাদ, প্রথম ভাগ, পৃঃ ৫০। (৫৪) তৰকাৎ-ই-নাসিরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ৫৫৯। ৫৫) মন্ত খৰ-উৎ-তওয়ারিখ, ইংরাজি অনুবাদ, পৃঃ ৮৩। (৫৬) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ৬৩। (২৭) ভৰকাৎ-ই-নাসিরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ৫৫১, পাদটীকা ও ।