পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ ‘එද් পশ্চিমে মল্লিকপুর গ্রামে অবস্থিত । নাসির-উদ্দীন মহমুদ লক্ষ্মণাবতীতে স্বনামে মুদ্রা প্রচলন করাইয়াছিলেন, এই সকল মুদ্রায় তাহার নামের সহিত বোগদাদের খলিফ অল মুস্তনসর বিল্লার নামে দেখিতে পাওয়া যায়"। মুস্তন্‌সৰ্ব বিল্লা ৬২৩ হিজরায় ( ১২২৬ খৃষ্টাব্দে ) সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । মুদ্রাতত্ত্ববিদ এডওয়ার্ড টমাস (Edward Thomas ) অৰ্দ্ধশতাব্দী পূর্বে কোচবিহারে আবিষ্কৃত অলতমশের কতকগুলি মুদ্রা লক্ষ্মণাবতীর মুদ্রা বলিয়া নির্দেশ করিয়াছেন কিন্তু এই সকল মুদ্রায় লক্ষ্মণাবতী বা লখনেীতীর নাম নাই । ইহার একটি মুদ্র ৬২২ হিজরায় মুদ্রিত হইয়াছিল, ইহাতে অন্নাসিরোলেদীন ইল্লাহের নাম আছে । ৬২৪ হিজরায় মুদ্রিত দুইটি মুদ্রায় অলতমশের নামের সহিত খলিফা অজ জাহির-বে-আম্রিল্লাহের নাম দেখিতে পাওয়া যায় । এই সকল মুদ্রণ যদি লক্ষ্মণাবতীর মুদ্রা হয়, তাহা হইলে, প্রথমটি অল্তমশের প্রথম গোঁড়াভিযানের পরে, সুলতান গিয়াসূ-উদ্দীন ইউয়জের রাজ্য কালে মুদ্রাঙ্কিত হইয়াছিল । অপর মুদ্রাদ্বয় গিয়াস্-উদ্দীন ইউয়জের মৃত্যুর পর নাসিরূ-উদ্দীন -মহ মুদ্র কত্ত্ব’ক মুদ্রাঙ্কিত হইয়াছিল। নাসিরূ-উদ্দীন-মহ মুদের মৃত্যুর পরে, ইখতিয়ার-উদ্দীন বলক মালিক নামক এক ব্যক্তি বিদ্রোহী হইয়া লক্ষ্মণাবতী অধিকার করিয়াছিলেন তবকৎ-ইনাসির অনুসারে বলক মালিক হস্যমূ-উদ্দীন, ইউয়জের পুত্র”, কিন্তু রিয়াজউস্-সালতান অনুসারে, এই বিদ্রোহীর নাম হসামূ-উদ্দীন খিলজী ২। এই বিদ্রোহীর প্রকৃত নাম একটি মুদ্রায় দেখিতে পাওয়া যায়। এই মুদ্রাটির একদিকে শমস্-উদ্দীন অলতমশের নাম ও অপরদিকে দৌলৎশাহ বিন মৌছুদের (t) Ibid, p. 28, Note. (৬) Ibid, p. 29, এই জাতীয় একটি সুবর্ণ মুদ্রা বঙ্গীয়-সাহিত্য পরিষদের চিত্রশালায় #so wiso 1- Descriptive List of Sculptures and coins in the museum of The Bangiya-Sahitya Parishad, p. 22, No. 14. (*) Initial Coinage of Bengal, pp. 12, 14, 23–25, (*) Ibid, p. 23, No. 9. (s) Ibid, p. 24-25. - (১০) তবকাৎ ই-নাসিরী, ইংরাজি অনুবাদ, পৃ:৬১৭ । (১১) ঐ পৃঃ ৬২৬ । (১২) রিয়াজ-উস-সালাতীন, ইংরাজি অনুবাদ, পৃঃ ২।