পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(ప్రి বাঙ্গালার ইতিহাস নাম আছে১৩ । তবকাৎ-ই-নাসিরীতে অমৃতমশের রাজ্যের আমীরগণের তালিকায়, মালিক্‌ ইখতিয়ার-উদ্দীন দৌলং শাহ -ই-বস্কাইবনে হস্যম্-উদ্দীনইউয়জ, খিলজীর নাম আছে। ইহা হইতে অনুমান হয় যে, মুদ্রার দৌলংশাহ বিন্‌ মৌম্বদ ও তবকাৎ-ই-নাসিরীর ইখতিয়ার-উদ্দীন, দৌলৎশাহ -ই-বলকা একই ব্যক্তি। দৌলং শাহের মুদ্র ৬২৭ হিজরায় (১২২৯ খৃষ্টাব্দে ) মুদ্রিত হইয়াছিল, এই জাতীয় একটি মাত্র মুদ্রণ অদ্যাবধি আবিষ্কৃত হইয়াছে। ৬২৭ হিজরায় সুলতান শমস্-উদ্দীন অলতমশ দ্বিতীয়বার লক্ষ্মণাবতী আক্রমণ করিয়া ছিলেন’ ৬২৮ হিজরায় মালিক ইখতিয়ার-উদ্দীন দৌলংশাহ -ই-বলকা পরাজিত হইয়াছিলেন। সেই বৎসরের (১২৩০ খৃষ্টাব্দে ) রজব মাসে মালিকৃ আলাউদ্দীন, জানীকে লক্ষ্মণাবতীর অধিকার প্রদান করিয়া সুলতান দিল্লীতে প্রত্যাবর্তন করিয়াছিলেন এ । তবকাং-ই-নাসিরীতে প্রদত্ত সুলতান শমসূ-উদ্দীন অলতমশের মালিক্‌ ও বংশধরগণের তালিকায় দেখিতে পাওয়া যায় যে, আলাউদ্দীন জানী তুর্কীস্তানের শাহ জাদ বা রাজপুত্র ছিলেন’। রিয়াজ-উস-সালাতন অনুসারে তিনি তিন বৎসর লক্ষ্মণাবতী শাসন করিয়াছিলেন- তবকৎ-ই-নাসিরী অনুসারে আলাউদ্দীন জানী পদচ্যুত হইয়াছিলেন এবং তৎপরিবর্তে সৈফ-উদ্দীন, ইবকৃ যুগান্তং লক্ষ্মণাবতীর শাসনকর্তা নিযুক্ত হইয়াছিলেন । কি অপরাধে কোন সময়ে আলাউদ্দীন, জানী পদচ্যুত হইয়াছিলেন, তাহা জানিতে পারা যায় নাই। আলাউদ্দীন, জানীর পরে সৈফ -উদ্দীন, লক্ষণাবতীর শাসনকর্তা নিযুক্ত হইয়াছিলেন এবং বলপূৰ্ব্বক বঙ্গদেশে কতকগুলি হস্তী অধিকার করিয়া তাহা দিল্লীতে প্রেরণ করিয়াছিলেন, এই জন্য অস্তমশ তাহাকে “য়গানতং” উপাধি প্রদান করিয়াছিলেন** । ৬৩১ হিজরায় লক্ষ্মণাবতীতে র্তাহার श्रृङ्क (»•) Initial Coinage of Bengal, pt. II. p. 31, No. 13. (১৪) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ৭৩। (১৫) তৰকাৎ-ই-নাসিরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ৬১৮-১৯। (১৬) ঐ, পৃঃ ৫২৬। (১৭) রিয়াজ-উস-সালাতান, ইংরাজি অনুবাদ, পৃ. ৭৩। (১৮) তবকা-ই-নাসিরী, ইংরাজি অনুবাদ, পৃ. ৭৩২। (১৯) তথকাৎ-ই-নাসিরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ৫২।