পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

80 বাঙ্গালার ইতিহাস আলাউদ্দীন মসৃদ শাহের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছিলেন। সম্রাটের আদেশে আউধের শাসনকর্তা কমরু-উদ্দীন তমুরখ-ই-কিরাণ, হিন্থস্থানের সেনা লইয়া, জাজনগরের সহিত যুদ্ধ করিতে লক্ষ্মণাবতীর দিকে অগ্রসর হইয়াছিলেন ৩০ । ৬৪২ হিজরায় ( ১২৪৪ খৃষ্টাব্দে ) জাজনগরের রাজা কটাসিন আক্রমণের প্রতিশোধ লইবার জন্ত গৌড় বা লক্ষ্মণাবতী আক্রমণ করিয়াছিলেন ৩২ । উক্ত বৎসরের ১৩ই শওয়াল তারিখে, জাজনগরের পদাতিক সেনা লক্ষ্মণাবতীতে উপস্থিত হইয়াছিল। ইতঃপূৰ্ব্বে জাজনগরের সেনা লখনোর আক্রমণ করিয়া সেই স্থানের শাসনকর্তা ফখর-উল-মুলুক করাউদ্দীন লাগ্রীকে পরাজিত করিয়াছিল, এবং লখনোরের সমস্ত মুসলমান নিহত হইয়াছিল। জাজনগরের সেনা লক্ষ্মণাবতীর সন্মুখে উপস্থিত হইলে তোপ্রল ভোগান গ্ৰী সৈন্য লইয়া শত্রুসেনার সম্মুখীন হইয়াছিলেন । তোপ্রল সম্ভবতঃ যুদ্ধে পরাজিত হইয়াছিলেন, কারণ তথকাৎ-ই-নাসিরীতে যুদ্ধের উল্লেখ নাই এবং জাজ নগরের সেনা সম্ভবতঃ লক্ষ্মণাবতী অবরোধ করিয়াছিল। অবরোধের দ্বিতীয় দিনে কমন্থ-উদ্দীন তমুর খার আগমনের সংবাদ পাইয়া জাজনগরের সেনা অবরোধ পরিত্যাগ করিয়া প্রত্যাবর্তন করিয়াছিলণ্ড । ৫৪২ হিজরায় (১২৪৪ খৃষ্টাব্দে ) কলিঙ্গ নগরের গঙ্গবংশীয় প্রথম নরসিংহদেব জাজনগর বা উড়িয়ার অধিপতি ছিলেন । র্তাহার পৌত্র দ্বিতীয় নৃসিংহদেবের ১২১৭ শকাবো (১২৯৬ খৃষ্টাব্দে ) প্রদত্ত তাম্রশাসন হইতে অবগত হওয়া যায় যে, শুভ্র গঙ্গাপ্রবাহ রোদনপরায়ণ রাঢ়া ও বরেন্দ্রীর ষবনীগণের নয়নগঞ্জনধৌতকারী অঙ্কজলের সহিত মিশ্রিত হইয়া এবং প্রথম নৃসিংহদেবের অদ্ভূত কার্য দর্শনে বিস্ময়ে নিন্তরঙ্গ হইয়া তৎকর্তৃক যমুনার পরিণত হইয়াছিল ৩৬ । ইহা হইতে অবগত হওয়া যায় যে কলিঙ্গরাজ নরসিংহ রাঢ় (०s) उदरू९-ऐ-मानिबो, रे९त्राधि जबूरॉन, १: ५७४-७० ।। {తిషి) છે, سیه :{ه* I (తిరి) ձ, નૃ: ૧૭૦ | (88) * : Ase { to Journal of the Society of Bengal, Old Series, Vol. XXII, pt. I, 1903, p. 120. (৩৬) রাঢ়া-বরেঙ্গ-বৰনী নয়নাগুনাঙ্কপুরেণ রেৰিনিৰেশিত-কালিমীঃ । BBBBSBBBBBBBBBBBB BDDD DDDDDDSBBtt Journal of the Asiatic Society of Bengal, Old series, Vol. LXV, pt. 1896, p. 232.