পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e२ বাঙ্গালার ইতিহাস প্রথম নৃসিংহদেব বিষ্ণুর সহিত আসিয়াছিলেন এবং মিনহাজ ভ্রমবশতঃউহাকে জামাত আখ্যা প্রদান করিয়াছেন" । তোগ্রল-তোগান খাজাজনগর রাজ্যের সীমায় অবস্থিত যে কটাসিন স্বৰ্গ আক্রমণ করিয়াছিলেন, তাহা এখন কটাসিংহ নামে পরিচিত, ইহা মহানদীতীরে অবস্থিত•৩। শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বসু মহাশয় বলেন যে, কটাসিন এখন “রাইবণিয়াগড়” নামে পরিচিত এবং ইহা মেদিনীপুর জেলায় অবস্থিত , কিন্তু তিনি এই উক্তির পক্ষে কোনও যুক্তি বা প্রমাণ প্রদর্শন করেন নাই। হিন্দুস্থানের সেনা লক্ষ্মণাবতীতে উপস্থিত হইলে মালিক তোগ্রল-তোগান খার সহিত মালিক তমুর খার বিবাদ হইয়াছিল। প্রভাত হইতে সন্ধ্যা পর্য্যন্ত উভয় দলে যুদ্ধ হইয়াছিল এবং অবশেষে কয়েকজন ব্যক্তির অনুরোধে উভয় দল নিরস্ত হইয়াছিল। যুদ্ধান্তে তোগ্রল তোগান খা, সেনা নগরপ্রাস্তে রাখিয়া একাকী নগরে প্রত্যাবর্তন করিয়াছিলেন । নগরদ্বারের সম্মুখে তোগ্রল তোগান ধার আবাস ছিল। তিনি সেই স্থানে একাকী অবস্থান করিতেছেন ইহা জানিতে পারিয়া তমুর খাঁ, তোগান ধার আবাস আক্রমণ করিয়া তাহাকে পলায়ন করিতে বাধ্য করিয়াছিলেন। তোগ্রল তোগান খ লক্ষ্মণাবতী নগরে আশ্রয় গ্রহণ করিয়া, মৌলানা মিনহাজ-উস্-সিরাজকে তমুর খার সহিত সন্ধিস্থাপন করিবার জন্য দৌত্যকাৰ্য্যে নিয়োগ করিয়াছিলেন। মিনহাজ-কৃত সন্ধিতে স্থির হইয়াছিল যে তোগ্রল তোগান খা লক্ষ্মণাবতীর অধিকার পরিত্যাগ করবেন এবং তমুর র্থ উাহাকে হস্তী, কোষাগার এবং অনুচরবর্গের সহিত বিনা বাধায় দিল্লীতে প্রত্যাবত্তান করিতে দিবেন। লক্ষ্মণাবতী পরিত্যাগ করিয়া ৬৪৩ হিজরায় তোগ্রল তোগান খ দিল্লীতে পৌঁছিয়াছিলেন । তখন দিল্লীর মুসলমানসাম্রাজ্য এতই দুৰ্ব্বল হইয়া পড়িয়াছিল যে, তোগ্রল তোগান খার প্রতি তমুর র্থার অত্যাচারের শাস্তিপ্রদান সম্রাট আলাউদ্দীন মসূদের ক্ষমতার অতীত ছিল। তোগান খ লক্ষ্মণাবতী হইতে তাড়িত হইয়া আউথের অধিকার প্রাপ্ত হইয়াছিলেন ৪ উ । (৪২) বঙ্গীয়-সাহিত্য-পরিষদ পত্রিকা, ষোড়শ ভাগ, পৃঃ ১৩২-৩৩ । (৪৩) তবকাৎ-ই-নাসিরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ৫৮৮, পাটকা। (৪৪) বঙ্গীয়-সাহিত্য-পরিষদ, পত্রিক, ষোড়শ ভাগ, পৃঃ ১৩২ পাদটীকা ১। (৪৫) তৰকাৎ-ই-নাসিরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ৭৪০-৪১। (go) &,