পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ 86. আত্মীয়স্বজন কত্ত্বক উত্যক্ত হইয়া রামচন্দ্র সিংহলে গমন করিয়াছিলেন । সে সময়ে পরাক্রমবাহু সিংহলের রাজা ছিলেন। রামচন্দ্র “ভক্তিশতক”, “বৃত্তমালা" ও কেদার ভট্ট প্রণীত “বৃত্তরত্নাকর” নামক গ্রন্থের “বৃত্তরত্নাকর পঞ্জিকা" নাস্ত্রী টীকা প্রণয়ন করিয়াছিলেনঃ ৬৪৪ হিজরায় (১২৪৬ খৃষ্টাব্দে ) মালিকৃ কমৰ্ব-উদ্দীন তমুর খণ-ই-কিরাণের মৃত্যু হইয়াছিল, কিন্তু রিয়াজ-উস্সালাতন অনুসারে তমুর খণ দশবৎসর লক্ষ্মণাবতী শাসন করিয়াছিলেন”। কিন্তু প্রকৃতপক্ষে তিনি দুই বৎসরের অধিক বা অনধিকাল লক্ষ্মণাবতীতে ছিলেন । যে বৎসর তোগ্রল তোগান খ৭ ও কমবৃ-উদ্দীন তমুর খণর মৃত্যু হইয়াছিল, সেই বৎসরই সুলতান আলাউদ্দীন মসুদ শাহ, পদচ্যুত হইয়াছিলেন এবং তাহার খুল্লতাত, সুলতান শমস্-উদ্দীন অলতমশের কনিষ্ঠ পুত্ৰ নাসির-উদ্দীন মহমুদ দিল্লীর সিংহাসনে আরোহণ করিয়াছিলেন • । কমরূ-উদ্দীন তমুর খণর মৃত্যুর পরে মালিক ইখ-েতিয়ার-উদ্দীন খুঁজবেক তোগ্রল খ৭ লক্ষ্মণাবতীর শাসনকর্তা নিযুক্ত হইয়াছিলেন। যুজ বক, আলাউদ্দীন মসৃদশাহের রাজ্যকালে বিদ্রোহী হইয়াছিলেন এবং বন্দী হইয়াছিলেন•• । লক্ষ্মণাবতীর শাসনকর্তা নিযুক্ত হইবার পূৰ্ব্বে যুঁজ বক আউধের শাসনকর্তা ছিলেন । রিয়াজ-উস্সালাতীনে বাঙ্গালার শাসনকর্তৃগণের মধ্যে ইখতিয়ার-উদ্দীন যুজ বকের নাম নাই৬২ ৷ যুঁজ-বকের শাসনকালে কলিঙ্গরাজের সহিত পুনরায় যুদ্ধ আরম্ভ হইয়াছিল। তোগ্রল তোগান খণর সময়ে কলিঙ্গরাজের যে সেনাপতি লক্ষ্মণবতী আক্রমণ করিয়াছিলেন, তিনি যুজ বকের সহিত যুদ্ধে বিশেয বিক্রম প্রদর্শন করিয়াও পরাজিত হইলেন। দ্বিতীয়বারের যুদ্ধেও কলিঙ্গরাজের সেনা পরাজিত হইল। তৃতীয় বারের যুদ্ধে যুজ বক পরাজিত হইলেন এবং তাহার একটি বহুমূল্য শ্বেতহস্তী কলিঙ্গরাজের সেনা কর্তৃক অধিকৃত হইল। পরাজিত হইয়া তোগ্রল দিল্লীতে সম্রাটের সমীপে সাহায্যের জন্য আবেদন করিলেন । ইহার (**) Journal of the Buddhist Text Society, Vol. I. pt. II. 1893, pp. 21-43. (৫৮) রিয়াজ-উস-সালাতীগ, ইংরাজি অনুবাদ, পৃঃ ৭৭ ৷ (৫১) তবকাৎ-ই-নাসিরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ৬৬৯-৭৫। - o( ώ, পৃঃ ৭৬২ ৷مه) ձ (لافه) (*) fatw.sx-rtwren, terfrs:t",: -