পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ 3s হয় নাই। জলাল-উদ্দীন মসৃদ জানী ইচ্ছষ্টীন বলবনও তাজ-উদ্দীন আর্সলান খার নাম স্থানে স্থানে দেখিতে পাওয়া যায়। রিয়াজ-উস-সালাতীন অনুসারে আর্সলান্‌ ৰ্থার পুত্ৰ তাতার শ্ৰী লক্ষ্মণাবতীর অধিকার লাভ করিয়াছিলেন । কথিত আছে যে তিনি সুলতান নাসিরূ-উদ্দীন মহমুদের অধীনতা স্বীকার করিতেন না । ৬৬৪ হিজরায় (১২৫১ খৃষ্টাব্দে ) নাসির-উদ্দীন মহমুদের মৃত্যুর পরে সুলতান গিয়াস-উদ্দীন বলবন দিল্লীর সিংহাসনে আরোহণ করিলে, তাতার র্থ তাহার অধীনতা স্বীকার করিয়া ত্ৰিষষ্টিসংখ্যক হস্তী প্রেরণ করিয়াছিলেন । বলবন হস্তী ও অন্যান্য উপঢৌকন পাইয়া প্রীত হইয়াছিলেন। ও । কোন সময়ে কি প্রকারে তাতার র্থার অধিকার লোপ হইয়াছিল তাহা বলিতে পারা যায় না । তাতার খার পরে শের খা" " ও আমিন থা" নামক লক্ষ্মণবর্তীর দুইজন শাসনকৰ্ত্তার নাম পাওয়া যায়, কিন্তু ইহাদিগের শাসনকালের তারিখ বা কোনও ঘটনা অদ্যাবধি জানিতে পারা যায় নাই। ব্লখ-ম্যানের মতানুসারে,তোগ্রল নামক আমিন থার জনৈক কৰ্ম্মচারী লক্ষ্মণাবতীর শাসনকত্তর্ণ ছিলেন। তোগ্রল সম্রাট গিয়াস্-উদ্দীন বলবন পীড়িতহইয়াছেন শুনিয়া আমিন থাকে আক্রমণ করেন ও পরাজিত করেন" • । পরে তোগ্রল মৃগীসূউদ্দীন উপাধি গ্রহণ করিয়া স্বাধীনতা অবলম্বন করিয়াছিলেন । তারিখ-ইফিরোজশাহী প্রণেতা জিয়াউদ্দীন বাণীর পিতামহ বলবনের সহিত তোগ্রলের বিদ্রোহ দমনে লক্ষ্মণাবতী গমন করিয়াছিলেন” । বাণীর গ্রন্থে, তোগ্রল ও লক্ষ্মণাবতীতে র্তাহার বিদ্রোহ সম্বন্ধে যে বিবরণ সঙ্কলিত হইয়াছে, তাহ অধিকতর বিশ্বাসযোগ্য। বাণীর গ্রন্থে আমিন খার অধীনে তোগ্রলের কার্য্য স্বীকার এবং তোগ্রল কর্তৃক আমিন খার পরাজয়ের কথা নাই । বাণী প্রণীত তারিখত-ই-ফিরোজশাহী গ্রন্থে দেখিতে পাওয়া যায় যে, তোগ্রল (সম্রাট গিয়াসূ-উদ্দীন বলবেন কর্তৃক) লক্ষ্মণাবতীর শাসনকর্তা নিযুক্ত (৭৫) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ৭৮। (*) Elliot's History of India, Vol. III. p. 103. (৭৭) মন্তখব-উৎ-তওয়ারিখ , ইংরাজি অনুবাদ, প্রথম ভাগ, পৃ: ১৮৬। (*) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIII, 1874, pt. I. p. 287. (৭৯) মন্তখব-উৎ-তওয়ারিখ, ইংরাজি অনুবাদ, প্রথম ভাগ, পৃঃ ১৮৬। (vo) Elliot's History of India, Vol. III. p. 113. (vs) Ibid, p. 115. ৪-দ্বিতীয় ভাগ