পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ ●> বিরুদ্ধে আমীর র্থ আবা-তগীন নামক তাহার একজন বৃদ্ধ ক্রীতদাসকে প্রেরণ করিয়াছিলেন । আমীর র্থীর সহিত তমর খ ও মালিক তাজ-উদ্দীন নামক সেনানায়কদ্বয়ওলক্ষ্মণাবতীতে প্রেরিত হইয়াছিলেন”। রিয়াজ-উস-সালাতন অনুসারে জমাল-উদ্দীন কন্দাহারী নামধেয় অপর একজন সেনাপতিকেও ইহাদিগের সহিত পাঠাইয়াছিলেন” । আমীর খণ সসৈন্য সরযূ নদী পার হইলে তোগ্রল বহু সেনা ও হস্তীর সহিত র্তাহাকে বাধা দিবার জন্য অগ্রসর হইয়াছিলেন । তোগ্রল বহু অর্থ ব্যয় করিয়া দেশবাসিগণকে বশীভূত করিয়াছিলেন এবং উৎকোচ দ্বারা সম্রাটের সেনাদলের বহু ব্যক্তিকে স্বপক্ষে আনয়ন করিয়াছিলেন । যুদ্ধে আমীর র্থ পরাজিত হইলে দিল্লীর সম্রাটের সেনা পলায়ন করিল এবং হিন্দুদিগের হস্তে নিগ্রহ ভোগ করিল। পরাজিত সেনাদলের মধ্যে অনেকে তোগ্রলের দলভুক্ত হইল । বলবেন পরাজয়বার্তা শ্ৰবণ কবিয়া ক্রোধে জ্ঞানশূন্য হইলেন এবং আউধের নগরদ্বারে আমীর থাকে উদ্বন্ধনে হত্যা করিতে আদেশ করিলেন ১° । পর বৎসর আর একজন সেনাপতি তে{গ্রলের বিরুদ্ধে প্রেরিত হইলেন । র্তাহার সেনাদলের অনেকে অর্থলোভে তোগ্রলের পক্ষ অবলম্বন করিল এবং তিনি তোগ্রল কর্তৃক পরাজিত হইলেন ১১ ৷ দ্বিতীয় সেনাদলের পরাজয়বাৰ্ত্তা শ্রবণ করিয়া সম্রাটু ক্রোধে অধীর হইলেন এবং তোগ্রলকে দমন করিবার জন্য স্বয়ং লক্ষ্মণাবতীতে যাত্রা করিতে মনস্থ করিলেন। সম্রাটের আদেশে গঙ্গায় ও যমুনায় বহু নৌকা সংগৃহীত হইল এবং তিনি তাহার পুত্র বগুড় খার অধিকারে মৃগয়ার জন্য গমন করিলেন" । মালিক সুঞ্জ সবুজান্দার বগুড়া থার অধিকারের শাসনকর্তা নিযুক্ত হইলেন”। বগুড়া খাঁ তাহার সেনার সহিত সম্রাটের পশ্চাতে লক্ষ্মণাবতী যাত্রা করিতে আদিষ্ট হইলেন । বলবেন দিল্লীর কোং-ওয়ালকে দিল্লীর শাসনকর্তা নিযুক্ত (v*) Ibid, P. 114. (vv) Ibid. (৮৯) রিয়াজ-উল-লালাতীয, ইংরাজি অনুৰাণ, পৃঃ ৮০। (so) Elliot's History of India, Vol. III, p. 114. ,Ibid (لاه) (as) Ibid, p. 115. (ae) Ibid.