পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ Woë' হয় নাই। দুঃখের বিষয় রিয়াজ-উস-সালাতীমূকার, গোলামহোসেন সঙ্গীম্ নাসির-উদ্দীন মহমুদের সহিত র্তাহার পৌত্র নাসির-উদ্দীন ইব্রাহিমের কার্য্যকালের ঘটনা মিশাইয়া ফেলিয়াছেন ২৬ । উক্ত গ্রন্থে দেখিতে পাওয়া যায় যে, নাসির-উদ্দীন মহমুদ বা বগুড়া থা কৈকোবাদের মৃত্যুকাল (৬৮৯ হিজরা, ১২৯০ খৃষ্টাব্দ) হইতে কুতবত-উদ্দীন মবারকের রাজ্যপ্রাপ্তি পর্য্যন্ত (৭১৬ হিজরা, ১৩১৬ খৃষ্টাব্দ) লক্ষ্মণাবতী শাসন করিয়াছিলেনং । অথচ নাসির-উদ্দীন মহমুদের রাজ্যকালের ঘটনাসমূহের বিবরণের শেষভাগে দেখিতে পাওয়া ষায় যে, তিনি ছয় বৎসর কাল মাত্র লক্ষ্মণাবতী রাজ্য ভোগ করিয়াছিলেন ২৮ । যিনি কৈকে - বাদের মৃত্যুর পরে ষড়বিংশবর্ষ জীবিত ছিলেন বলিয়া বর্ণিত হইয়াছেন, তিনি কি প্রকারে মাত্র ছয় বৎসর লক্ষ্মণাবতী শাসন করিতে পারেন? প্রাচীন মুদ্রা ও প্রাচীন শিলালিপি অবলম্বনে এই সময়ের ইতিহাস রচিত হইয়াছে। নাসিরউদ্দীন মহমুদের মৃত্যুর পরে তাহার দুই পুত্র ও দুই পৌত্র লক্ষ্মণাবর্তীতে স্বাধীনভাবে রাজত্ব করিয়াছিলেন । নাসির-উদ্দীন নুমধারী দ্বিতীয় পৌত্রের রাজ্যকালে, দিল্লীর সুলতান গিয়াস-উদ্দীন তোগলক শাহের শাসন সময়ে বাঙ্গালা দেশ পুনৰ্ব্বার দিল্লীর সম্রাটগণ কর্তৃক অধিকৃত হইয়াছিল। গোলাম হোসেন সলীম নামের সাদৃশ্ব দেখিয়া পিতামহের রাজ্যকাল পৌত্রের রাজ্যকাল পর্য্যন্ত বিস্তৃত করিয়াছেন, কিন্তু তৎপ্রদত্ত নাসির-উদ্দীন মহমুদের রাজ্যকাল সত্য । নাসির-উদ্দীন মহমুদ ছয় বৎসর কাল স্বাধীনভাবে লক্ষ্মণবর্তী শাসন করিয়াছিলেন, ৬৮৫ হিজরায় (১২৮৬ খৃষ্টাব্দে ) সুলতান গিয়াস্উদ্দীন বলবনের মৃত্যু হইয়াছিল, সেই সময় হইতে ছয় বৎসর কাল তিনি লক্ষ্মণাবতীর স্বাধীন রাজা ছিলেন । ৬৯১ হিজরার (১২৯১ খৃষ্টাব্দে ) তাহার মৃত্যু হইয়াছিল। কারণ উক্তবর্ষে তাহার মধ্যম পুত্র রুকন-উদ্দীন কৈকাউস শাহ লক্ষ্মণাবতীর সিংহাসনে আরোহণ করিয়া স্বনামে মুদ্রা মুদ্রাঙ্কন করাইয়াبه ۹ آfigzars রুকন-উীদন কৈকাউস শাহ যে মহমুদের পুত্র সে বিষয় সন্দেহ নাই, কারণ গঙ্গারামপুরে আবিষ্কৃত একখানি আরবী শিলালিপিতে স্পষ্ট লিখিত আছে যে, (R") Ibid. (R&) Ibid. (**) Thomas, Initial Coinage of Bengal, p. 46. ৫—দ্বিতীয় ভাগ