পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ሞo বাঙ্গালার ইতিহাস গ্রন্থানুসারে লক্ষ্মণাবতীর কতিপয় সন্ত্রান্ত ব্যক্তির অনুরোধে গিয়াসূ-উদ্দীন তোগুলকৃ লক্ষ্মণাবতী আক্রমণ করিয়াছিলেন ক্লখম্যান বলেন যে, ইবন বতুতার মতানুসারে শাহাব-উদ্দীন বগুড়াশাহও নাসিরূ-উদ্দীন, ইব্রাহিমৃ শাহের অনুরোধে গিয়াসূ-উদ্দীন তোগলক লক্ষ্মণাবতী আক্রমণকরিয়াছিলেন । ৭২৪ হিজরায় গিয়াস্-উদ্দীন তোগলক শাহ স্বীয় পুত্র উলুগ খাকে দিল্লীতে প্রতিনিধি নিযুক্ত করিয়া লক্ষ্মণাবতী আক্রমণ করিয়াছিলেনঃ তিরহুতে লক্ষ্মণাবতীর শাসনকর্তা বা অধিপতি তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন । গিয়াস্উদ্দীন তোগলক শাহের ধাত্রীপুত্ৰ তাতার র্থ লক্ষ্মণাবতী অধিকার করিয়াছিলেন। নাসির-উদ্দীন, লক্ষ্মণাবতীর শাসনকর্তা নিযুক্ত হইয়া রাজচ্ছত্র ও দণ্ড ব্যবহারের অনুমতি প্রাপ্ত হইয়াছিলেন। সুবর্ণগ্রামে গিয়াস্-উদ্দীন বহাদর শাহ, তোগলক শাহের সেনাপতিকে বাধা দিতে চেষ্টা করিয়াছিলেন, কিন্তু তিনি তাতার র্থ কর্তৃক পরাজিত হইয়া বন্দিরূপে দিল্লীতে প্রেরিত হইয়াছিলেন । লক্ষ্মণাবতী রাজ্যের সমস্ত হস্তী গ্রহণ করিয়াগিয়াস্-উদ্দীন তোগলক, বহাদরের সহিত দিল্লীতে প্রত্যাবর্তন করিলেনঃ৮। দিল্লীতে তাহার হত্যার পরে, উলুগ খ। মহম্মদ আদেল শাহ উপাধি গ্রহণ করিয়া সিংহাসনে আরোহণ করিয়া ছিলেন । গিয়াস উদ্দীন তোগলকের আক্রমণের পরে শাহাব উদ্দীন বগুড়া শাহের নাম আর কোন ইতিহাসে দেখিতে পাওয়া যায়.না। গিয়াস্-উদ্দীন, তোগলকের আদেশে তাহার পালিত পুত্ৰ তাতার খাঁ সুবর্ণগ্রাম আক্রমণ করিয়া গিয়াস উদ্দীন, বহাদর শাহকে পরাজিত করেন । বহাদর বন্দী হইয়া দিল্লীতে প্রেরিত হইয়াছিলেন ৯ । এই সময়ে বাঙ্গালারাজ্য তিনভাগে বিভক্ত হইয়াছিল। সুলতান নাসির উদ্দীন, ইব্রাহিম লক্ষ্মণাবতী বা পশ্চিমবঙ্গের শাসনাধিকার প্রাপ্ত হইয়া ছিলেন । নাসির উদ্দীন, ইব্রাহিমের কোন মুদ্রা বা শিলালিপি অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। সুবর্ণগ্রাম বা পূৰ্ব্ববঙ্গে তাতার র্থ শাসনকর্তা নিযুক্ত (**) Ibid, (*) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIII, 1874, pt. I, p. 289. {} (**) Elliot's History of India, Vol. III, p. 234, (ev) Ibid, p. 235, (৫৯) তবকাৎ-ই-আকবরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ২১৩। (vo) Elliot's History of India, Vol. III, 1874, p. 235.