পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*१२ বাঙ্গালার ইতিহাস মুদ্রাঙ্কিত করাইলেন, তাহার একটি মাত্র আবিষ্কৃত হইয়াছে, ইহা সুবর্ণগ্রামে ৭২৮ হিজরায় (১৩২৭ খৃস্টাব্দে ) মুদ্রিত হইয়াছিল।১৮ । বহাদর শাহের অন্যান্য মুদ্রা লক্ষ্মণাবতী হইতে মুদ্রিত হইয়াছিল। ইহার পরে বহাদর শাহ পুনরায় বিদ্রোহী হইয়াছিলেন। ইবন বতুতা বলেন যে, পুত্রকে প্রতিভূস্বরূপ দিল্লীতে প্রেরণ না করায় সুলতান মহম্মদ-বিনতোগলক শাহ বহাদর শাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়াছিলেন । দিল্লী হইতে প্রেরিত সেনার সাহায্যে, বহরাম খ সুলতান গিয়াস্-উদ্দীন বহাদর শাহকে পরাজিত ও নিহত করিয়াছিলেন, বহাদর শাহের দেহ দিল্লীর পথে পথে প্রদর্শিত হইয়াছিল এইরূপে তোগলকুবংশের অভু্যদয়ে বাঙ্গালার বলবনবংশীয় স্বাধীন সুলতানগণের রাজত্বের অবসান হইয়াছিল। অনুমান হয় ৭৩১ হিজরায় (১৩৩০ খৃষ্টাব্দে ) গিয়াস উদ্দীন বহাদর পরাজিত ও নিহত হইয়াছিলেন । গিয়াস্-উদ্দীন বহাদর শাহের রাজ্যকালের কোন শিলালিপি অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই । (**) Initial Coinage of Bengal, p. 55. (**) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIII, 1874, pt. I, p. 290. (ao) Ibid.