পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

୩g বাঙ্গালার ইতিহাস অনুমান হয় ২২ হিজরায় (১৩২৪ খৃষ্টাঙ্গে) যুবরাজ উল,গ, ধী জাজনগর আক্রমণ করিয়াছিলেন। গঙ্গবংশীয় দ্বিতীয় ভালুদেব তখন উড়িয়ার অধিপতি । পূৰ্ব্বে কথিত হইয়াছে যে, ৭৩১ হিজরায় বলবনের পৌত্র গিয়াসূ-উদ্দীন, বহার শাহ পরাজিত ও নিহত হইয়াছিলেন। উক্তবর্ষে প্রাচীন তীরভূক্তি মহম্মদ-বিন -তোগ লক, শাহের অধিকারভুক্ত হইয়াছিল এবং তীরভূক্তি বা তোগ লক-পুরে মহম্মদ, শাহের নামাঙ্কিত তাম্রমুদ্র মুদ্রিত হইয়াছিল। এই সময়ে মহম্মদ-বিন -তোগ লক, শাহ স্বয়ং তাঁরভূক্তি ও সুবর্ণগ্রাম আক্রমণ করিয়াছিলেন কি না তাহ নিশ্চিতরূপে বলিতে পারা যায় না, কারণ মুসলমান-রচিত ইতিহাসে ৩১ হিজরায় মহম্মদ-বিন তোগ লক, শাহ কর্তৃক সাম্রাজ্যের পূর্ব বিভাগের অভিযানের উল্লেখ নাই ।