পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ ፋፋ ফখরাবহরোম খা'র মৃত্যুর পরে বিদ্রোহী হইয়াছিলেন, ৬ কিন্তু রিয়াজ-উসসালাতীনকার বলেন যে, ফখর বা ফকরূ-উদ্দীন কদের খশর শিলাদার ছিলেন । এই ক্ষেত্রে সমসাময়িকতা অনুসারে জিয়া-বাণীর গ্রন্থ অধিকতর বিশ্বাসযোগ্য। রিয়াজ-উস-সালাতীন অনুসারে ফখরু-উদ্দীন তাহার প্রভু কাদর খণকে হত্যা করিয়া পূৰ্ব্ববঙ্গের অধিকার লাভ করিয়াছিলেন। প্রকৃতপক্ষে কাদর খণ ফখরু-উদ্দীনের প্রভু ছিলেন না। জিয়া-বাণীর অথবা বদাওনীর গ্রন্থে ফখর-উদ্দীন কর্তৃক প্রভৃহত্যার কথা দেখিতে পাওয়া যায় না। বদাওনী অনুসারে ৭৩৯ হিজরায় (১৩৩৮ খৃষ্টাব্দে ) বহরাম খণর মৃত্যু হইয়াছিল । র্তাহার মৃত্যুর পরে ফখরূ-উদ্দীন, সুবর্ণগ্রাম বা পূৰ্ব্ববঙ্গ অধিকার করিয়া সপ্তগ্রাম বা দক্ষিণবঙ্গ এবং লক্ষ্মণাবতী বা পশ্চিমবঙ্গ আক্রমণ করিয়াছিলেন । লক্ষ্মণাবতীর শাসনকর্ড কাদর খ’ , মুস্তেফী হস্যমূ-উদ্দীন আবুরিজ ও সপ্তগ্রামের শাসনকৰ্ত্ত ইক্ষুদ্দীন য়াহিয়া খণ তাহাকে পরাজিত করিয়াছিলেন। কাদর খ৭ তাহার সৈন্যগণকে বন্দী করিয়া তাহার কোষাগার লুণ্ঠন করিয়াছিলেন । কাদর খ৭ বহু অর্থ সঞ্চয় করিয়াছিলেন, সেই অর্থের জন্য অবশেষে র্তাহার মৃত্যু হইয়াছিল। ইহার পরে ফখরূ-উদ্দীন যখন দ্বিতীয়বার লক্ষ্মণাবতী আক্রমণ করিতে আসিয়াছিলেন তখন অর্থলোভে মুস্তোফী হসামূ-উদ্দীনের সৈন্যগণ তাহাদের প্রভুকে হত্যা করিয়া ফখরূ-উদ্দীনের সেনাদলে যোগ দিয়াছিল, ফখরু-উদ্দীন, লক্ষ্মণাবতী অধিকার করিয়া কদের খণর সঞ্চিত ধনরাশি প্রাপ্ত হইয়াছিলেন । বদাওনী অনুসারে, ফখরু-উদ্দীন, মুখলিস্ নামক একজন অনুচরকে লক্ষ্মণাবতীর শাসনকর্তা নিযুক্ত করিয়াছিলেন এবং আলী মবারককে র্তাহার সেনাদলের আরিজ (Inspector) নিযুক্ত করিয়াছিলেন- ‘ । রিয়াজউস-সালাতীন অনুসারে ফখরূ-উদ্দীন লক্ষ্মণাবতীর সিংহাসনে আরোহণ করিয়া মুখলিস নামক র্তাহার একজন সেনাপতিকে বাঙ্গালার অন্যান্য দেশ জয় করিতে প্রেরণ করিয়াছিলেন। কাদর খণর সেনাপতি আলী মবারক মুখলিসকে (*) Elliot's History of India, Vol. III, p. 242. (৭) রিয়াজ-উস-সালাতীন, ইংরাজি অনুবাদ, পৃ: ১৪। (৮) মন্ত, খব-উৎ-তওয়ারিখ, ইংরাজি অম্বুবাদ, প্রথম ভাগ, পৃঃ ৩০৮। (৯) মন্ত খব-উৎ-তওয়ারিখ, ইংরাজি অম্বুবাদ, প্রথম ভাগ, পৃ. ৩০৮। (3o) છે ।