পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ Գֆ করিয়াছিলেন । বদাওনীর গ্রন্থের এই অংশ বিশ্বাসযোগ্য নহে। ৭৪১ হিজরায় মহম্মদ-বিন্য-তোগলক্‌ শাহ কর্তৃক বাঙ্গল আক্রমণ সত্য হইতে পারে, কিন্তু উক্তবর্ষে ফখরূ-উদ্দীন পরাজিত হইয়া বন্দী হন নাই। তাহার মুদ্রাসমূহ হইতে স্পষ্ট প্রমাণ হয় যে, ৭৩৭ হইতে ৭৫০ হিজরা পর্য্যন্ত ১৩৩৬—১৩৩৯ খৃষ্টাব্দ ) সুবর্ণগ্রামে সুলতান ফখরূ-উদ্দীনের অধিকার অক্ষুণ্ণ ছিল। শমস্-ই সিরাজ আফিফের তারিখ-ই-ফিরোজ শাহী গ্রন্থে সুলতান ফখরূ-উদ্দীনের মৃত্যুর অন্যবিধ বৃত্তান্ত লিপিবদ্ধ আছে । ইহাতে দেখিতে পাওয়া যায় যে, দিল্লীর সুলতান ফিরোজ শাহের দ্বিতীয়বার লক্ষ্মণাবতী আক্রমণের পূৰ্ব্বে সুলতান ফখর-উদ্দীন সহসা শমস্-উদ্দীন ইলিয়াস শাহ কর্তৃক আক্রান্ত হইয়া নিহত হইয়াছিলেন । ৭৫৪ হিজরায় (১৩৫৩ খৃষ্টাব্দে ) ফিরোজ শাহ প্রথমবার লক্ষ্মণাবতী আক্রমণ করিয়াছিলেন, ইহার অব্যবহিত পরে সুলতান ফখবৃউদ্দীন শমস্-উদ্দীনকেত্বক আক্রান্ত ও নিহত হইয়াছিলেন । ফখরু-উদ্দীনের জামাতা জফর খাঁ পলায়ন করিয়া দিল্লীতে ফিরোজ শাহের আশ্রয় গ্রহণ করিয়াছিলেন এবং তাহারই অনুরোধে ফিরোজ শাহ দ্বিতীয়বার বাঙ্গালাদেশ আক্রমণ করিয়াছিলেন’ । সুলতান ফখরূ-উদ্দীনের রাজত্বকালের শেষভাগে ইখতিয়ার-উদ্দীন গাজী শাহ নামক এক ব্যক্তি সুবর্ণগ্রামের এক অংশে স্বাধীন রাজ্য স্থাপন করিয়াছিলেন। তাহার কতকগুলি রজতমুদ্র আবিষ্কৃত হইয়াছে, এই সকল মুদ্র সুবর্ণগ্রাম হইতে ৭৫১ বা ৭৫২ ও ৭৫৩ হিজরায় (১৩৫০–৫২ খৃষ্টাব্দে ) মুদ্রাঙ্কিত হইয়াছিল’ এতদ্ব্যতীত ইখতিয়াবৃ-উদ্দীন গাজী শাহের অস্তিত্বের অপর কোন নিদর্শন অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই । র্তাহার সহিত সুলতান ফখর উদ্দীনের কোন সম্বন্ধ ছিল কি না তাহ নির্ণয় করিবার উপায় নাই । ফখরূ-উদ্দীন দিল্লীর সুলতান মহম্মদ-বিন্য-তোগলক শাহের অধীন সুবর্ণ গ্রামের শাসনকর্তা তাতার খা বা বহরাম্ খণর ভৃত্য। মহম্মদ-বিন্য-তোগ্যলকৃ শাহের অত্যাচারে যখন ভারতবর্ষের মুসলমান সাম্রাজ্য ধ্বংসোন্মুখ, তখন অবসর বুঝিয়া ফখরূ-উদ্দীন স্বাধীনতা অবলম্বন করিয়াছিলেন। মন্তখেব-উৎ-তওয়ারিখ (*) Elliot's History of India, Vol. III, pp. 303–4 (>4) H. N. Wright's Catalogue of Coins. Indian Museum, Calcutta, vol. II, part II, p. 149, No. 21.