পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゼs বাঙ্গালার ইতিহাস গঞ্জ (অথবা হাত) লম্বা এক থান সূক্ষ্ম মসলিন মিলিত। একটি সুবর্ণ দীনারে একটি পরমাসুন্দরী যুবতী ক্রীতদাস পাওয়া যাইত। ভারতবর্ষের একটি সুবর্ণ দীনার মিশর দেশের সাৰ্দ্ধ দুইটি সুবর্ণ দীনারের সমান। ইবন বতুতা আসুরা নামী এক রূপবতী যুবতীকে ক্রয় করিয়াছিলেন এবং তাহার এক বন্ধু, লুলু নামক রূপলাবণ্যসম্পন্ন একটি কিশোরবয়স্ক ক্রীতদাস দুই সুবর্ণ দীনার মূল্যে ক্রয় করিয়াছিলেন ২৩ ৷ রিয়াজ-উস-সালাতন অনুসারে, আলী মবারকৃ প্রথমে মালিক ফিরোজ রজবের একজন বিশ্বস্ত অনুচর ছিলেন। মালিক ফিরজ রজব সুলতান গিয়াসউদ্দীন, তোগলক শাহের ভ্রাতুপুত্র ও সুলতান মহম্মদ-বিন্য-তোগলক শাহের খুল্লতাত পুত্র। মহম্মদ-বিন্য-তোগলক শাহ দিল্লীর সিংহাসনে আরোহণ করিলে মালিক ফিরোজ তাঙ্গর খাস দবীর (Private Secretary ) নিযুক্ত হইয়াছিলেন । এই সময়ে আলী মবারকের ধাত্রীপুত্র হাজী ইলিয়াস, কোন অপরাধ করিয়া দিল্লী হইতে পলায়ন করেন । মালী মবারক মালিকৃ ফিরোজ কর্তৃক আদিষ্ট হইয়াও হাজী ইলিয়াসের সন্ধান করিতে পারেন নাই এবং সেই অপবাধে তিনি দিল্লী হইতে নিৰ্ব্বাসিত হন । আলী মবারক বাঙ্গালাদেশে আসিয়া কদর র্থীর অধীনে কৰ্ম্ম গ্রহণ করিয়াছিলেন এবং কালে তিনি তাহার প্রধান সেনাপতি নিযুক্ত হইয়াছিলেন । মালিক্‌ ফখরূ-উদ্দীন, বিদ্রোঠী হইয়া কদর স্বণকে নিহত করিলে আলী মবারক স্বাধীনতা অবলম্বন করিয়া আলউদ্দীন আলী শাহ উপাধি গ্রহণ করিয়াছিলেন । রিয়াজ-উস-সালাতীনত অনুসারে ৭৪১ হিজরায় সুলতান ফখরু-উদ্দীন মবারকৃ শাহ আলা-উদ্দীন আলী শাহ কত্ত্ব’ক নিহত হইয়াছিলেন ২ ° । গোলাম হোসেনের এই উক্তি বিশ্বাসযোগ্য নহে, কারণ ফখরূ-উদ্দীন মবারক শাহ ৭৫০ হিজরায় জীবিত ছিলেন । আলা উদ্দীন আলী শাহের রাজত্বকালে হাজী ইলিয়াস পাণ্ডুয়ায় আসিয়া ছিলেন । আল উদ্দীন আলী শাহ প্রথমে তাহাকে কারারুদ্ধ করেন, কিন্তু পরে তাহার ধাত্রী অর্থাৎ ইলিয়াস শাহের গর্ভধারিণীর অনুরোধে তাহাকে মুক্তিপ্রদান করিয়াছিলেন। হাজী ইলিয়াস আলাউদ্দীন আলী শাহের রাজ্যে উচ্চপদ লাভ করিয়াঅল্পদিনমধ্যে আলাউদ্দীন আলী শাহের সেনাদল বশীভূত (RS) Ibid., pp. 210–12. w (২৪) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ৯৬-৯৭ :