পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮰ8 বাঙ্গালার ইতিহাস তাহার রাজ্যকালের শেষভাগে বঙ্গে বিদ্রোহ দমনের উদ্যোগ করিতে পারেন নাই। সুবর্ণগ্রামে বহরাম খণর মৃত্যুর পরে ফখর উদ্দীনের বিদ্রোহ, বিদ্রোহীর হস্তে সপ্তগ্রামের শাসনকর্তা ইজ্জ্বদীন য়াহিয়া খ" ও লক্ষ্মণাবতীর শাসনকৰ্ত্ত। কাদর খশর পরাজয়, কাদর খণর মৃত্যু, আলী শাহের স্বাধীনতা ঘোষণা এবং ইলিয়াস শাহের হস্তে ফখৰ্ব উদ্দীনমবারক ও আল উদ্দীন আলী শাহের মৃত্যু, এই সমস্ত ঘটনাই মহম্মদ বিন তোগলক শাহের রাজত্বকালে ঘটিয়াছিল। নৰ্ম্ম শিরিন প্রমুখ মোগল সেনাপতিগণের আক্রমণ রোধে ব্যস্ত থাকিয়াও২• তিনি যখন দিল্লী হইতে দেবগিরিতে রাজধানী লইয়া যাইবার ব্যবস্থা করিতেছেন, তোগলক সাম্রাজ্যের সেনা যখন তুষার সমাচ্ছন্ন হিমালয়ের শিখরদেশে দলে দলে বিনাশপ্রাপ্ত হইতেছে, তখন দণ্ডধরাভাবে গৌড়বঙ্গের অবস্থা অতি শোচনীয় । মহম্মদ-বিন তোগলক শাহ যখন সুবর্ণভাবে সুবর্ণ-মুদ্রার পরিবর্তে তাম্ৰ নিৰ্ম্মত মুদ্রা প্রচলন করিতে বাধ্য হইয়াছিলেন”, তখন সম্ভবতঃ অর্থাভাবে গোঁড়বঙ্গে বিদ্রোহ দমনের উদ্যোগ হইতে পারে নাই । মহম্মদূ-তোগলকের মৃত্যুর পরে র্তাহার খুল্লতাতপুত্র ফিরোজ শাহ দিল্লীর সিংহাসনে আরোহণ করিলে, সুবর্ণগ্রামের শাসনকৰ্ত্ত বহরোম্ ৰ্থার মৃত্যুর ত্রয়োদশবর্ষ পরে দিল্লী হইতে গৌড়বঙ্গে বিদ্রোহ দমনার্থে প্রথম অভিযান আরব্ধ হইয়াছিল ৩১ । এই ত্রয়োদশ বর্ষের মধ্যে সাত বৎসর লক্ষ্মণাবতী শমস্-উদ্দীন ইলিয়াস্ শাহের অধিকারভুক্ত ছিল এবং এই সময়ের মধ্যে ইলিয়াস শাহ তাহার সিংহাসন, সুদৃঢ় ভিত্তির উপরে স্থাপন করিয়াছিলেন। রিয়াজ-উস-সালাতীনকার বলেন, যে ইলিয়াস শাহ এই সময়ের মধ্যে প্রজাবৃন্দের সন্তোষবিধান করিয়া সৈন্যগণকে বশীভূত করিয়াছিলেন । কথিত আছে যে, সুলতান শমস্-উদ্দিন ইলিয়াস শাহ শমসূউদ্দিন অলতমশত নিৰ্ম্মিত দিল্লীর প্রসিদ্ধ স্নানাগারের ন্যায় বাঙ্গালাদেশে একটি স্নানাগার নির্মাণ করিয়াছিলেন । এই সংবাদ শ্রবণে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া সুলতান ফিরোজ-তোগলক বাঙ্গালা আক্রমণের উদ্যোগ করিয়াছিলেন । (২৯) মন্ত খব-উৎ-তওয়ারিখ, ইংরাজি অম্বুবাদ, প্রথম ভাগ, পৃ. ৩০৫। * (*) E. Thomas, Chronicles of the Pathan Kings of Delhi, }. 239-53. (১১) বিরাজ-উস-সালাতীন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১৯–১০০। (২) রিয়াজ-উস-সালতীিন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১০০।