পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tN6 বাঙ্গালার ইতিহাস হইয়াছে এবং ইহা এক্ষণে কলিকাতার চিত্রশালায় রক্ষিত আছে । কিন্তু তোরণের ধ্বংসাবশেষ পর্য্যন্ত বিলুপ্ত হইয়াছে। ৭৩৭ হিজরায় অর্থাৎ ১৩৩৭ খৃষ্টাব্দে মবারকৃ মহমুদ নামক একব্যক্তি বিহার নগরে একটি গৃহ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । এই গৃহেরও শিলালিপি মাত্র আবিষ্কৃত হইয়াছে এবং এই শিলালিপিতে মহম্মদ-বিন-তোগ-লক্ শাহের নাম আছে" । ৭৫৩ হিজরায় জিল্হিজ্জ মাসের ত্রয়োদশ দিবসে রবিবারে মালিক্‌ বন্ধু ইব্রাহিমের মৃত্যু হইয়াছিল, বিহার নগরে তাহার সমাধির উপরে যে শিলালিপি আবিষ্কৃত হইয়াছে, তাহাতে সুলতান ফিরোজ শাহের নাম আছে৩৮। এই শিলালিপিত্রয় হইতে প্রমাণ হয় যে, মহম্মদ-বিন্‌-তোগ-লক্ শাহের রাজ্যকালের প্রথমভাগে বিহার তাহার অধিকারভুক্ত ছিল । ৭৩১ হিজরায় ১৩৩০ খৃষ্টাব্দে তোগলকৃপুর বা তীরহুতে মহম্মদ-বিন্য-তোগলক শাহের মুদ্র মুদ্রাঙ্কিত হইয়াছিল••, সুতরাং উক্তবর্ষে তীরভূক্তি দিল্লীর বাদশাহগণের অধীনতা স্বীকার করিয়াছিল। ৭৩২ ও ৭৩৭ হিজরায় শিলালিপির প্রমাণ অনুসারে মগধ বা বিহার তোগলক্‌বংশের অধিকারভুক্ত ছিল । ৭৩৭ হিজর হইতে ৭৫৩ হিজরা পর্য্যন্ত (১৩৩৭-১৩৫২ খৃষ্টাব্দ ) বিহার প্রদেশের কি অবস্থা ছিল তাহা অবগত হইবার কোন উপায় অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই । বিহার প্রদেশ মহম্মদ-বিন্‌-তোগলক শাহের রাজ্যকালের শেষভাগে সম্ভবতঃ সুলতান শমস্-উদ্দীন ইলিয়াস, শাহ কর্তৃক অধিকৃত হইয়াছিল, কারণ রিয়াজ-উস্সালাতীন" ও তবকৎ-ই-আকবরীতে দেখিতে পাওয়া যায় যে, শমস্উদ্দীন ইলিয়াস শাহ বারাণসী পৰ্য্যন্ত স্বীয় অধিকার বিস্তৃত করিয়াছিলেন । ৭৫৩ হিজরায় বিহার প্রদেশ পুনরায় দিল্লীর অধীনতা স্বীকার করিয়াছিল, ইহার প্রমাণ পূৰ্ব্বে প্রদত্ত হইয়াছে। এই সময় হইতে ৭৯৯ হিজরা পর্য্যন্ত বিহার বা মগধ দিল্লীর তোগলক বংশীয় বাদশাহগণের অধিকারভুক্ত (9%) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLII 1873, pt. I, pp. 299-300. (•*) Ibid, pp. 301—2; Epigraphia Indica, Vol. II, pp. 292. ... (es) H. N. Wright's Catalogue of Coins in the Indian Museum. w.i.ii ன்ix. (৪) রিয়াজ-উস-সালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১৯। (৪১) তবকাৎ-ই-আকবরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ২৪৪।