পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ TMት ছিল। পরবর্তীকালে দিল্লীর তোগ লকৃবংশীয় বাদশাহগণের অবনতির চরমসীমাতেও মগধ বা বিহারপ্রদেশ বিদ্রোহী হয় নাই । জিয়া-উদ্দীন বাণী রচিত তারিখ-ই-ফিরোজ, শাহী অনুসারে ফিরোজ, শাহ শমস্-উদ্দীন ইলিয়াস শাহ কত্ত্বক গৌড়ে মুসলমান ও জিম্মিগণের** প্রতি অত্যাচারের কথা এবং তীরভূক্তি আক্রমণ ও লুণ্ঠনের কথা শুনিয়া গৌড় আক্রমণ করিয়াছিলেন। ফিরোজ শাহ দিল্লী হইতে যাত্রা করিয়া গঙ্গার উত্তর তীরের পথ অবলম্বনে গোরক্ষপুরের নিকট আসিয়া উপস্থিত হইয়াছিলেন। এইস্থানের হিন্দুরাজগণ নিয়মিতভাবে কর প্রদান করিতেন না, বাদশাহের সেনা গোরক্ষপুর ও থরোসা নামক স্থানদ্বয়ের সান্নিধ্যে উপস্থিত হইলে, তাহারা একে একে বাদশাহের শরণাপন্ন হইয়া আপনাদের দেয় রাজস্ব প্রদান করিয়াছিলেন এবং ভবিষ্যতে রাজস্ব প্রদানের ব্যবস্থা করিয়াছিলেন ও । তারিখ-ইফেরেশতা" ও তবকাৎ-ই-নাসিরীতে’, এই সকল হিন্দুরাজগণের মধ্যে উদয়সিংহের নাম দেখিতে পাওয়া যায়। উদয়সিাহ প্রমুখ হিন্দুরাজগণ বাদশাহের অধীনতা স্বীকার করিয়া তাহার সহিত যুদ্ধযাত্রা করিয়াছিলেন। শমস্-ই-সিরাজ আফিফ, রচিত তারিখ-ই-ফিরোজ, শাহী গ্রন্থে সুলতান ফিরোজ শাহের প্রথম গোঁড়াভিযানের বিস্তৃত বিবরণ লিপিবদ্ধ আছে। ফিরোজ শাহ সপ্ততি সহস্র সেনা সমভিব্যবহারে গৌডাভিমুখে ধাত্রী করিয়াছিলেন । বাদশাহী সেনা কৌশিকী নদীতীরে আসিয়া উপস্থিত হইলে, বাদশাহের গতিরোধ হইয়াছিল। গঙ্গা ও কৌশিকীর মিলনস্থলে নদীর পূর্ব তীরে সুলতান শমস্-উদ্দীন ইলিয়াসের সেনা যুদ্ধার্থ সজ্জিত আছে .দখিয়া ফিরোজ শাহ সেইস্থানে নদী পার হইতে চেষ্টা কবেন নাই। তিনি কৌশিকীর্তীর অবলম্বন করিয়া শত ক্রোশ উত্তরাভিমুখে যাত্রা করিয়াছিলেন এবং চম্পারণ বা চম্পকারণ্যের নিকটে কৌশিকী নদী উত্তীর্ণ হইয়াছিলেন । কৌশিকী এইস্থানে হিমবানের পাদমূল হইতে নির্গত হইতেছে। শিলাসস্কুল (৪১) জিম্মি—মুসলমানগণের আশ্রিত বিধৰ্ম্ম অর্থাৎ হিন্দু। (৪৩) জিয়া-উদ্দীন, বাণী রচিত তারিখ-ই-ফিরোজ, শাহী, পারস্ত মূল, Bibliotheca Indica, ?!: av9—ww I . (৪৪) তারিখ-ই-ফেরেশতা, নওলকিশোর ছাপাখানা লঙ্কে, পৃঃ ২১৬। (৪৫) তবকৎ-ই-আকবরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ২৪৪।