পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{yίν বাঙ্গালার ইতিহাস স্রোতস্বিনী-গর্ডে স্রোতোবেগ অসহনীয় দেখিয়া বাদশাহের আদেশে হস্তিযুদ্ধ দুই দলে বিভক্ত হইয়া নদীগর্ভে দণ্ডায়মান হইয়াছিল এবং হস্তিপৃষ্ঠে-নিৰ্ম্মিত সেতু অবলম্বনে বাদশাহের সেনা কৌশিকী উত্তীর্ণ হইয়াছিল। ফিরোজ শাহ কৌশিকী উত্তীর্ণ হইয়াছেন শুনিয়া শমস্-উদ্দীন ইলিয়াস শাহ সসৈন্য গৌড়ে প্রত্যাবর্তন করিয়াছিলেন। বাদশাহ চম্পারণ ও রাচাবের পথে গোঁড়াভিমুখে যাত্রা করিয়াছিলেন । ইলিয়ান শাহ গৌড়ে ফিরিয়া আসিয়া পাওয়াফুর্গে স্বীয় পুত্রকে রাখিয়া স্বয়ং পাণ্ডুয়ার নিকটবৰ্ত্তী একডালা নামক দুর্ভেদ্যদুৰ্গে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। ইলিয়াস শাহের পুত্রের হস্তে পাণ্ডুয়া-দুর্গ রক্ষার ভারাপণের কথা, কেবল রিয়াজ-উস্-সালাতীনে দেখিতে পাওয়া যায়: আফিফের মতানুসারে ইলিয়াস শাহ পাণ্ডুয়া রক্ষার চেষ্টা না করিয়া একডালা-দুর্গে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন । একডাল-দুর্গের অবস্থান লইয়া বহু মতভেদ আছে । রেনেল ( Rennel1 )** ও বেভারিজের (Beveridge) *' মতানুসারে একডাল ঢাকার নিকট অবস্থিত। রেনেলের হিন্দুস্থানের মানচিত্রে একডালার অবস্থান ঢাকার উত্তরে প্রদর্শিত হইয়াছে। ওয়েষ্টমেকট (Westmacott ) বলেন যে, একডালা বর্তমান মালদহ জেলায় অবস্থিত । প্রবীণ ঐতিহাসিক শ্ৰীযুক্ত অক্ষয়কুমার মৈত্রেয় মহাশয়ের মুখে শুনিয়াছি যে, মালদহ জেলার দমদমা নামক স্থানই প্রাচীন একডাল দুর্গ। মালদহ নিবাসী পণ্ডিত ৮রজনীকান্ত চক্রবর্তী মহাশয় মৈত্রেয় মহাশয়ের উক্তি সমর্থন করিতেন । ঢাকা নিবাসী শ্ৰীযুক্ত বীরেন্দ্রনাথ বসু ঠাকুর কিছুদিন পূৰ্ব্বে একডালার অবস্থান সম্বন্ধে কলিকাতা এসিয়াটিক সোসাইটিতে একটি প্রবন্ধ প্রেরণ করিয়াছিলেন, তাহাতে তিনি লিপিবদ্ধ করিয়াছিলেন যে, ঢাকা জেলায় আবিষ্কৃত একটি আরবী শিলালিপিতে একডালার নাম আছে । (8%) Elliot's History of India, Vol. III, pp. 293–294. (৪৭) রিয়াজ-উস্ সালাতন, ইংরাজি অনুবাদ, পৃঃ ১০০ । (8b) Elliot's History of India, Vol. III, p. 294. (88) Memoirs of the Asiatic Society of Bengal, Vol. III, No. 3, p. (to) Journal of the Asiatic Society of Bengal, Vol. Lxiv, 1895, part I, p. 213. (**) Ibid, Vol. XLIII, 1874, pt. I, pp. 244-45.