পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ *ゞ বর্ধনের মৃত্যুর পরে (হর্ষবর্ধনের ) জ্যেষ্ঠ ভ্রাতা রাজ্যবৰ্দ্ধন সি হাসন আরোহন করিয়া রাজ্যশাসন করিতেছিলেন । এইসময়ে ভারতের পূৰ্ব্বাংশস্থিত কর্ণসুবশের রাজা শশাঙ্ক অনেক সময়ে তাহার মন্ত্রীগণকে বলিতেন —যদি সীমান্ত প্রদেশের রাজা ধাৰ্ম্মিক হয়, তবে স্বরাজ্যের অকল্যান হয়। এই কথা শুনিয়া তাহার রাজা রাজ্যবৰ্দ্ধনকে সাক্ষাৎ করিতে আহবান করিয়াছিলেন এবং তঁহাকে নিহত করিয়াছিলেন চীনদেশীয় শ্রমনের মতে রাজ্যবৰ্দ্ধনের নিহস্ত কণস্থণের রাজা-কিন্তু বানভট্টের মতে তিনি গৌড়েশ্বর। ইউয়ান-চোয়াং বলেন যে, তাহার নাম শশাঙ্ক, কিন্তু স্বর্গগত ডা: বুলার ( Hofrath Dr Bular ) বলেন যে, হর্ষচরিতের একখানি পুথিতে রাজ্যবৰ্দ্ধন নিহস্তার নাম নরেন্দ্রগুপ্ত লিখিত আছে * । হর্ষচরিতের ষষ্ঠ উচ্ছ্বাসের টীকাকার বলিয়া গিয়াছেন যে, যিনি রাজ্যবৰ্ধনকে হত্যা করিয়াছিলেন তিনি শশাঙ্কনামা গোঁড়াধিপতি" । হর্ষচরিতের আর এক স্থানে ভঞ্জী বলিতেছেন যে রাজ্যবৰ্দ্ধন স্বৰ্গারোহন করিলে গুপ্ত নাম জনৈক কুলপুত্র কুশস্থল কাণ্যকুজ অধিকার করিয়াছিলেন “ । এই স্থানে কুলপুত্র অর্থাৎ আভিজাত সম্প্রদায় ভূক্ত গুপ্তনাম কোন ব্যক্তি কৰ্ত্তক কান্যকুজ অধিকারের উল্লেখ দেখিয়া পণ্ডিত প্রবর হল অনুমান করিয়াছিলেন যে, রাজ্যবন্ধনের হত্যাকারী গুপ্তবংশসভূত “ । ১৮৫২ খৃষ্টাব্দে যশোহর জেলার মহম্মদপুরে অরুণখালী নদীর নিকটে একটা মৃতভাওে কতকগুলি প্রাচীন মুদ্রা আবিষ্কৃত হইয়াছিল। এই স্থানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত ও স্কন্দগুপ্তের কতকগুলি রজতমুদ্রার সহিত তিনটা সুবর্ণমুদ্র আবিষ্কৃত হইয়াছিল, ইহার মধ্যে একটা মুদ্রা শশাঙ্কের নামাঙ্কিত দ্বিতীয় মুদ্রাট মহাসেনগুপ্তের ব শধরগণের (os) Beals' Buddhist Rceord of the Western World, Vol 1, p 890, শ্রীযুক্ত রমাপ্রসাদ চন্দের বঙ্গানুবাদ গৌড়রাজমালী-৮। (os) Epigraphia Indica Vol-I p, 70 (৩৩) হব চরিত-টাকা। - (৩৪) দেবভূয়ং গতে দেবে রাজ্যবর্ধনে গুপ্তয়া গৃহীতে কুশস্থলে – হৰ চরিত, -సెని i (s«) fity-Edward-Hall’s “Vasavadatta, p. 52. (es) Journal of the Asiatic Society of Bengal, Vol. xxi pl xll, fig 12 * ”曾