পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ *盤 সাহায্য ও উপহার পাইয়াছিলেন । এতদ্ব্যতীত চীনদেশীয় শ্রমণ ঘোরতর ব্রাহ্মণ-বিশ্বেৰী ছিলেন ; এই জন্যই রাজ্যবধানের মৃত্যু সম্বন্ধে তাহার উক্তি বিশ্বাসযোগ্য নহে। যিনি অনায়াসে মালবাধিপকে পরাজিত করিয়াছিলেন ও একাকী দুর্গম পাৰ্ব্বত্য-প্রদেশে দুৰ্দ্ধৰ্ষ ছণজাতির বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করিয়াছিলেন, তিনি যে একাকী নিরন্ত্র অবস্থায় শত্রুভবনে গমন করিবেন,ইহা বিশ্বাসযোগ্য উক্তি নহে। রাজ্যবৰ্দ্ধন মালবরাজকে পরাজিত করিয়া লুণ্ঠনলন্ধ দ্রব্যাদি ভওঁীর সহিত স্থান্ধীশ্বরে প্রেরণ করিয়াছিলেন । ইহার পরই শশাঙ্ক বোধ হয়, তাহাকে বহু সৈন্য লইয়া আক্রমণ করিয়াছিলেন এবং অনুমান হয় যে, যুদ্ধে পরাজিত ও বন্দী হইয়া রাজ্যবৰ্দ্ধন অবশেষে নিহত হইয়াছিলেন। রাজ্যবর্ধনের মৃত্যুর পরে শশাঙ্ক কি জন্য স্থান্ধীশ্বর আক্রমণ করেন নাই তাহ বলিতে পারা যায় না। রাজ্যবর্ধনের কনিষ্ঠ ভ্রাতা হৰ্ষবৰ্দ্ধন সিংহাসন আরোহণ করিয়া প্রতিজ্ঞ করিয়াছিলেন যে, তিনি যতদিন তাহার ভ্রাতার শক্রগণকে শাস্তি দিতে না পরিবেন, ততদিন তিনি দক্ষিণহস্ত দ্বারা আহাৰ্য্য সামগ্ৰী তুলিয়া মুখে দিবেন না “ । হববর্ধনের রাজ্যাভিষেকের সঙ্গে শশাঙ্কের বিরুদ্ধে বৌদ্ধ ধর্মাবলম্বিগনের ষড়যন্ত্র আরম্ভ হইয়াছিল। হর্ষবদ্ধ ন শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রাকালে কামরূপরাজপুত্র ভাস্করবর্ঘ কর্তৃক প্রেরিত হংসবেগ নামক জনৈক দূতের সহিত সাক্ষাত করিয়াছিলেন। ভাস্করবর্ণ হষের সহিত সন্ধিস্থত্রে আবদ্ধ হইবার জন্ত বহুমূল্য উপটৌকনের সহিত হংসবেগকে প্রেরন করিয়াছিলেন হষের রাজ্যের প্রারম্ভে স্থানীশ্বর রাজগণের এমন কোন আকর্ষনী শক্তি ছিল না যদ্বারা আকৃষ্ট ইহয়া কামরূপরাজগণ ভারতের অন্য প্রান্তে অবস্থিত স্থানীশ্বররাজ্যের সহিত সন্ধিবন্ধনের জন্ত ব্যকুল হইয়া উঠিয়াছিলেন। এই ভাস্করবর্ণ পরবর্তীকালে অন্ততঃ কিয়ংকালের জন্য কুণ মুবণ নগর অধিকার করিয়াছিলেন; কারণ নিধানপুরে ভাস্করবর্ধার যে তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছে তাহ কণস্বৰণ হইতে প্রদত্ত হইয়াছিল। অনুমান হয় যে কামরূপরাজ শশাঙ্ক কৰ্ত্তক পরাজিত হইয়া অবশেষে স্থানীশ্বর রাজের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছিলেন এবং হর্ষ -ও (ax, Beal's Biddhist Record of the Western World, vol. I, p 213. (es) হর্ষচরিত, ৭ম উচ্চাল