পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8 বাজলার ইতিহাস হইয়াছিল ৮° । ফরিদপুরে কোটালিপাড়া গ্রামে জনৈক কৃষকের নিকটে এই জাতীয় আর একটি মুদ্র আছে " । ১৯১৩ খৃষ্টাব্দে কোটালিপাড়া গ্রামে এই জাতীয় আর তিনটি মুদ্র আবিষ্কৃত হইয়াছিল। বগুড়া জেলায় আবিষ্কৃত এই জাতীয় একটি মুদ্র রঙ্গপুর সদ্যপুষ্করিণীর অন্যতম ভূম্যধিকারী রায় প্রযুক্ত মৃত্যুঞ্জয় রায়চৌধুরী বাহাদুরের নিকটে আছে - । লগুনের ব্রিটিশ মিউজিয়মে এই জাতীয় তিনটি মুদ্রা আছে , ; কিন্তু তাহা কোন কোন স্থানে আবিষ্কৃত হইয়াছিল তাহ বলিতে পারা যায় না। স্বগীয় পত্তিত উইলসন (H. H. Wilson.) এই জাতীয় আর একটি মুদ্রার চিত্র প্রকাশ করিয়াছিলেন ৮° । শিক্ষাবিভাগের ইনস্পেকটর শ্ৰীযুক্ত ষ্টেপলটন প্রথমে অনুমান করিয়াছিলেন যে, এই মুদ্রাগুলি স্কন্দগুপ্তের মুদ্রা - । কিন্তু তিনি পরে স্বীকার করিয়াছিলেন যে মুদ্রাগুলি পরবর্তীকালের মুদ্র * । মুদ্রাতত্ত্ববিদ শ্ৰীযুক্ত জন আলনের মতানুসারে এই মুদ্রাগুলি বঙ্গদেশের প্রচলিত খৃষ্টীয় সপ্তম শতাব্দীর মুদ্র * । সম্ভবতঃ শশাঙ্কের মৃত্যুর পর মাধবগুপ্ত ও তাহার বংশধরগণ এই জাতীয় মুদ্র প্রচলন করিয়াছিলেন। এই জাতীয় অনেকগুলি মুদ্রার সন্ধান সম্প্রতি ঢাকা চিত্রশালার অধ্যক্ষ শ্ৰীযুক্ত নলিনীকান্ত ভট্টশালী সংগ্ৰহ করিয়া ঢাকা রিভিউ পত্রে প্রকাশ করিয়াছেন । (re) Ibid New Series, vol vi. p. 141 .141 ,Ibid, p (مهتيا) (v*) Annual Report of the Archaeological Survey of India, 1913-14, p. 258. Pl. 1xix, 29-30. (*) Britis Museum Catalogue of Indian coins, Gupta dynastise, pp. cvii, 154 pl xxiv, 17-19. (•>) Arlana Antiqua, pl. xxiii, 20. r (**) Journal of the Asiatic Society of Bengal, New Sereis, vol vi. p. 143. (25) Ibid, Note 1. - - - (**) British Museum Catalogue of Indian coins, Gupta dyuasties, p, cvil,